চিনের কাছে জমি দিয়ে দিয়েছে, কাপুরুষ প্রধানমন্ত্রী, কটাক্ষ রাহুলের

Advertisement

Advertisement

নয়াদিল্লি: গত মে (May) মাস থেকে লাদাখ (Ladakh) সীমান্তে সেনা জড়ো করছিল চিন (China)। পাল্টা হিসাবে ভারতও বাড়িয়েছিল সক্রিয়তা। চার চরম পরিণতি ছিল গত বছরের ১৫ জুন (June)।  দুই দেশের সেনার (Indian Army) মুখোমুখি সংঘর্ষের পর পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছিল ভারত (India) ও চিনের (China) মধ্যে। তবে বৃহস্পতিবার (Thursday) রাজ্যসভায় (Rajyasabha) প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা পর মনে হচ্ছিল অবশেষে কাটতে চলেছে পূর্ব লাদাখে ভারত-চিন অচলাবস্থা। আপাতত প্যাংগং লেকের দক্ষিণ ও উত্তর প্রান্ত থেকে সেনা সরিয়ে নেবে দুই পক্ষ বলে সংসদে জানিয়েছিলেন রাজনাথ সিং (Rajnath Singh)। প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য নিয়েই এবার মোদী সরকারকে (Modi Govt) বিঁধতে ময়দানে নামলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Advertisement

রাজ্যসভায় দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মন্তব্য নিয়েই এবার প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। শুক্রবার রাহুল অভিযোগ করেন, চিনের হাতে ভারতের জমি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুলের কথায়, “গতকাল প্রতিরক্ষামন্ত্রী সংসদে বক্তব্য রেখেছিলেন, এর মধ্যে কিছু বিষয় রয়েছে যা পরিষ্কার করা উচিত। ভারত সরকারের অবস্থান মামলার শুরুতে ছিল যে এপ্রিলের আগে পরিস্থিতি কার্যকর করা হবে, তবে এখন প্রতিরক্ষামন্ত্রী  বিবৃতি দিচ্ছেন অ্যরকম।  আমাদের জমি  ফিঙ্গার ৩ থেকে সেনা সরাতে  রাজি হয়েছে। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেন ভারতের জমি  চিনের হাতে তুলে দিলেন।”

Advertisement

Advertisement

রাহুল গান্ধী ডিপস্যাং ইস্যুতেও বলেছিলেন যে কেন চিনা সেনারা সেখান থেকে পিছু হটেনি। এটা স্পষ্ট যে দেশের প্রধানমন্ত্রী চিনের কাছে ভারতের পবিত্র জমি দিয়ে দিয়েছেন । রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী মোদী চিনের সামনে মাথা নত করেছেন। যা নিয়ে সংসদে একটি কথাও বলছেন না প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাহুলের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাপুরুষ এবং তিনি দেশের পবিত্র ভূমি চীনের হাতে তুলে দিয়েছেন।

রাহুল গান্ধী বলেন  চিনা সেনা Pangong, Depsang রয়েছে। আমাদের সেনাবাহিনী ঝুঁকি নিয়ে চিনের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর প্রধানমন্ত্রী মোদী ভারত মায়ের জমি  চিনকে হস্তান্তর করেছেন, এটাই প্রমাণ করে নরেন্দ্র মোদী কাপুরুষ এবং দেশের বাহিনীকে প্রতারণা করছেন। রাহুল দাবি করেন  প্রতিরক্ষামন্ত্রী নয় এবিষয়ে সত্য জানাতে হবে  প্রধানমন্ত্রী মোদীকে।

এদিক বৃহস্পতিবারই  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে জানান প্যাংগং হ্রদের উত্তর-দক্ষিণ বরাবর এলাকা থেকে সেনা সরানোর বিষয়ে দু’পক্ষ আলোচনা শুরু করেছে। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যত দ্রুত সম্ভব সেনা সরাতে দু’দেশই সহমত পোষণ করেছে। প্রতিরক্ষামন্ত্রী বক্তব্যে  ভারত-চিন বিবাদ মিটছে বলেই ইঙ্গিতই মিলেছিল।

প্রসঙ্গত, গত বছরের মে মাসের শুরু থেকে তেতে রয়েছে দু’দেশের সীমান্ত। বিবাদ মেটাতে একাধিকবার বৈঠকে বসেছে ভারত-চিন। কিন্তু, মূল সমস্যার সমাধান এখনও অধরা। … কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনার মাঝেই গত বছরের ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। এই সংঘর্ষে চিনেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেছিল কেন্দ্রীয় সরকার। যদিও সে ব্যাপারে কোনও তথ্য দেয়নি শি জিনপিং সরকার। এরপর, অগাস্টের শেষে ফের উত্তপ্ত হয়ে ওঠে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। প্রায় ৪৫ সীমান্তে গুলি চালানোর খবর আসে।

Recent Posts