নিক নয়, নতুন কাউকে ভালোবাসতে শুরু করলেন প্রিয়াঙ্কা, ভাইরাল ছবি

Advertisement

Advertisement

সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জীবনে এলো নতুন ভালোবাসা। সে ভালোবাসা এক নয়, একাধিক। তারা সবাই প্রিয়াঙ্কার চারপেয়ে সারমেয় ছেলে-মেয়ে। এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে রয়েছেন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক  জোনাস। তাঁদের  সঙ্গে    রয়েছে  অস্ট্রেলিয়ান শেপার্ড ও আরো কিছু ব্রিডের সারমেয়। এছাড়া প্রিয়াঙ্কার সঙ্গে সবসময় থাকে চিহুয়াহুয়া কন্যা ডায়ানা চোপড়া জোনাস। তার জন্য ছোট ছোট পোশাক তৈরি করতে দিয়েছেন প্রিয়াঙ্কা। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে র‍্যাম্পেও হেঁটেছে ডায়ানা।

Advertisement

প্রিয়াঙ্কার সারমেয়-প্রীতির কথা অনেকেরই জানা। প্রিয়াঙ্কা তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে তাঁর পোষ্যদের ছবি শেয়ার করে থাকেন প্রায়ই। তাঁর পোষ্যদের  ছবি যথেষ্ট ভাইরাল হয়।  প্রিয়াঙ্কার ভারতের বাড়িতে রয়েছে বেশ কয়েকটি ইন্ডিয়ান পারিয়া বা দেশি কুকুর। তাদের যত্ন নেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া নিজে। তাদের নিয়মিত খবরাখবর নেন প্রিয়াঙ্কা। করোনা আবহ কেটে গেলে ডায়ানাকে নিয়ে ভারতে আসার কথা রয়েছে প্রিয়াঙ্কা ও নিকের।

Advertisement

Advertisement

দেশি সারমেয় ও বিদেশি সারমেয়-দের মধ্যে অনেকেই বিভেদ করে থাকেন। একবিংশ শতকে এসেও অধিকাংশ পরিবার দেশি সারমেয় পুষতে চান না। কিন্তু ইদানিং সেলিব্রিটিদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে দেশি সারমেয় বা ইন্ডিয়ান পারিয়া। ইন্ডিয়ান পারিয়াদের সর্বাধিক আইকিউ তত্ত্ব বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। এই কারণে ভারতীয় সেনাবাহিনীতের ডগ স্কোয়াডে দেশি সারমেয়কে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত প্রথম দেশি সারমেয় বাছাই করা হয়েছে দক্ষিণ ভারতের দেশি সারমেয় ব্রিড মুধোই হাউন্ডকে। এছাড়া রাজ্য পুলিশের ডগ স্কোয়াডেও দেশি সারমেয়দের নিযুক্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে নিযুক্ত প্রথম দেশি সারমেয় হলো আশা। আশার ক্ষিপ্রতার কাছে হার মেনেছে ল্যাব্রাডর বা জার্মান শেফার্ড -এর মত ব্রিড। প্রিয়াঙ্কা সহ বহু সেলিব্রিটিরা নিজেরা দেশি সারমেয় দত্তক নিয়ে সাধারণ মানুষের কাছে আবেদন করছেন দেশি সারমেয় পোষার জন্য। প্রকৃতপক্ষে সারমেয়রা কিন্তু নিজেদের মধ্যে দেশি-বিদেশি প্রভেদ করে না। এই প্রভেদ সৃষ্টি করে মানুষ। মানুষের এই চারপেয়ে বন্ধুগুলি বড্ড আদরের। তাদের নিঃস্বার্থ ভালোবাসা চিরন্তন।