নিউজ

Primary tet result: পাঁচ মিনিটের মধ্যেই দেখতে পাবেন প্রাইমারি টেটের রেজাল্ট, জানুন কিভাবে দেখতে হবে এই রেজাল্ট

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে

Advertisement

Advertisement

প্রকাশিত হয়ে গিয়েছে প্রাইমারি টেটের ফলাফল। বহু পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে আজ। দুপুর একটা নাগাদ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এই ফল প্রকাশ করলেন। সেই সঙ্গে তিনি আর জানিয়ে দিলেন প্রথম দশ জনের মেধা তালিকায় স্থান পেয়েছে সর্বমোট ১৭৭ জন পরীক্ষার্থী। দুপুর তিনটে থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা। www.wbbpe.org এবং wbbprimaryeducation.org-এই দুটি ওয়েবসাইট দিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisement

যদিও পর্ষদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল প্রাইমারি টেটের ফল প্রকাশ হবে এদিন দুপুর তিনটা থেকেই। প্রার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি, প্রশ্নের বুকলেট নম্বর এবং সিরিজ, ওএমআর বারকোড নম্বর থাকবে এই রেজাল্টের সঙ্গে।

Advertisement

রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর এবং পরীক্ষার্থীর নাম লিখলে এই সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্ট জানতে পারবেন। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের ওয়েবসাইটে প্রাইমারি টেট এর উত্তরপত্র প্রকাশ করে দিয়েছিল। তবে এ বছরের প্রশ্নপত্রে চারটি ভুল প্রশ্ন থাকার কারণে সেই চারটি প্রশ্নের জন্য পুরো নম্বর মিলবে বলে জানানো হয়েছিল পর্ষদের তরফ থেকে।

Advertisement