মধ্যবিত্তদের মাথায় হাত! পেঁয়াজের পরে দাম বাড়লো মুরগির ডিম ও মাংসে

Advertisement

Advertisement

রবিবারের পাতে মাংস আর ভাত, আর সপ্তাহের মাঝে মাছের একঘেয়েমিতা কাটাতে মাঝে মাঝে খাওয়া হয় ডিম। পেঁয়াজের দাম যেদিন থেকে বেড়েছে তবে থেকেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের হেঁসেলে মাংস ঢোকা প্রায় বন্ধই হয়ে গেছে। কারণ পিয়াজ ছাড়া মাংস আমরা ভাবতেই পারি না। কিন্তু এখন পাল্লা দিয়ে বাড়ছে মাংসের দাম।

Advertisement

কেজিপ্রতি দাম হয়েছে ১৭০ থেকে ১৯০ টাকা। কিছুদিন আগেও যেই মাংস দাম ছিল ১৪০ টাকা। গোটা মুরগির দাম বেড়েছে ১০০ টাকা কিছুদিন আগেও যে মুরগির দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা। ডিমের দাম হয়েছে ৫ টাকা থেকে ৬ টাকা একলাফে বেড়ে গেছে এক টাকা।

Advertisement

এখন মধ্যবিত্তের মাথায় হাত। তারা কি খাবেন? শীতের সবজির দাম যে কে সেই। এখনো অগ্নি মূল্য বাজার। বাজারে গেলেই রীতিমত দামের আগুনের ছ্যাকা খাচ্ছেন সাধারণ মানুষ।

Advertisement