Categories: দেশনিউজ

ফের বাড়ল সোনার দাম, পুজোর আগে মাথায় হাত মধ্যবিত্তের

Advertisement

Advertisement

ফের বাড়লো সোনার দাম, গত সপ্তাহেই সোনার দাম কমাতে বেশ আনন্দিত হয়েছিলো আম জনতারা। কিন্তু পুজোর ঠিক সপ্তাহ খানেক আগেই বেড়ে যাওয়া সোনার দাম আবার নতুন করে চিন্তায় ফেলেছে আম জনতাকে। এর আগে ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৯,৩৮০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ৫২,২৯০ টাকা।

Advertisement

Advertisement

সেই দাম বাড়তে বাড়তে ১০ অক্টোবর হাতের নাগালে যেতে শুরু করে। পরে সোনার দাম বেড়ে দু দিন আগে  হয় ৫০,০০০ এরও বেশি। বলা ভালো ২২ ক্যারেটের সোনার দাম হয় ৫০,৩৫০ টাকা ও ২৪ ক্যারেটের দাম হয় ৫৩,২৭০ টাকা।

Advertisement

আর আজ সেই সোনার দামই বেড়ে হয়েছে  ৫০,১৪০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫৩,১৬০ টাকা। যদিও গত কাল ২২ ক্যারেটের সোনার দাম ছিল ৫০,১৩০ টাকা ও ২৪ ক্যারেটের দাম ৫৩,১৫০ টাকা।

Recent Posts