করোনায় অনাথ শিশুদের ১০ লক্ষ করে টাকা দেবে কেন্দ্র, ঘোষণা মোদির

১৮ বছরের অনাথদের মাসিক স্টাইপেন দেবে কেন্দ্র সরকার

Advertisement

Advertisement

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাসের সংকট অভিশাপের মতো বিশ্ববাসীর জীবনে উপস্থিত হয়েছে। এই পরিস্থিতি চলতি বছরের শুরুর দিকে অনেকটা নিয়ন্ত্রণে এলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভারতের বুকে আছড়ে পড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই ঢেউতে যথেষ্ট নাজেহাল হতে হয়েছে দেশবাসীকে। টানা ২ মাস ধরে দৈনিক সংক্রমণ ২ লাখের বেশি ছিল এবং মৃত্যুমিছিল নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। একাধিক রাজ্যে গণচিতা অব্দি জ্বলতে দেখা গিয়েছিল। এই মারণ ভাইরাসের শিকার হয়েছেন একাধিক পিতা-মাতা যার ফলে তার সন্তানের মাথার ওপর ছাউনিটা সরে গিয়েছে। এই পরিস্থিতির মাঝে করোনায় অনাথ শিশুদের সুরক্ষার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর জন্য একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে করোনায় বাবা মা হারানো শিশুদের দেখভালের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রের। তাদের পড়াশোনার জন্য সমস্ত খরচ করা হবে পিএম কেয়ার ফান্ড থেকে। অনাথ শিশুদের বয়স ১৮ হলে তাদের প্রতি মাসে স্টাইপেন হিসেবে অর্থ সাহায্য করা হবে। তবে তা কত টাকা সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। অন্যদিকে অনাথ হওয়ার বয়স ২৩ হলে তাদের এককালীন ১০ লাখ টাকার আর্থিক সাহায্য করা হবে। সমস্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা পুরোপুরি বিনামূল্যে করে দেওয়া হবে।

Advertisement

কোভিডে অনাথ হওয়া শিশুদের জন্য মোদির ঘোষণা:

Advertisement
  • পিএম কেয়ার ফান্ডের টাকায় করোনায় বাবা মা হারা অনাথ শিশুদের দেখভাল করা হবে।
  • ১৮ বছর বয়স্ক শিশুদের মাঝে স্টাইপেন বা অর্থ সাহায্য করা হবে।
  • ২৩ বছর বয়স হলে এককালীন ১০ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে।
  • উচ্চশিক্ষার জন্য এডুকেশন লোনের কিস্তি মেটাবে পিএম কেয়ার।
  • পড়াশোনা করার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।
  • ১৮ বছর পর্যন্ত আয়ুষ্মান ভারত এর আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করা যাবে।