বিনোদন

বোল্ড কায়দায় রোম্যান্সে মত্ত পবন সিং ও ডিম্পল সিং, ভিডিওটি সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে – Dimpal Singh Bathroom Romance

২৪৪ মিলিয়ন ভিউ পেয়েছে এই ভাইরাল ভিডিওটি

Advertisement

Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন পবন সিং। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গোটা ভারতের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে ভোজপুরি তারকা পবন সিংয়ের এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে পবন সিংয়ের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল সিং। ভিডিওতে এই তারকা জুটির রগরগে কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। তাদের এমন রসায়ন দেখে লজ্জায় পড়েছেন অনেকেই। নিরাহিয়া ও অক্ষরার জুটির পর এই ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় হল পবন সিং ও ডিম্পলের কেমিস্ট্রি। সম্প্রতি তাঁদের একটি ভিডিও সোশাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।

Advertisement

তাঁদের নতুন করে ভাইরাল হওয়া ভিডিওর নাম, ‘মিঠা মেঠা বাথে কামারিয়া হো‘। বর্তমানে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হচ্ছে। গানটি অনেক পুরোনো হলেও, নতুন করে ক্রেজ দেখা যাচ্ছে ইউটিউবে। এই গানে তারকা জুটির রোম্যান্স দেখে সকলেই স্তব্ধ হয়ে গেছে। তাঁর কেমিস্ট্রি মন জয় করেছে সকলের। সাহসিকতার সীমা অতিক্রম করে বোল্ড কায়দায় নাচ করেছেন ডিম্পল সিং। এই গানটি ইউটিউবের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই গানটি এখন পর্যন্ত ২৪৪ মিলিয়ন ভিউ পেয়েছে। ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Advertisement

Recent Posts