‘আমাদের সিদ্ধান্ত ১০০০ শতাংশ সঠিক’ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

Advertisement

Advertisement

পশ্চিমবঙ্গ, আসাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলোর বিরোধিতা স্বত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনেই মুখ খুললেন। সমর্থন করলেন প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা নাগরিকদের ধর্মের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব লাভকে। তিনি এও বলে যে, এই সিদ্ধান্ত ১০০০ শতাংশ সঠিক।

Advertisement

নাগরিকত্ব আইনের বিশ্লেষণ করে নরেন্দ্র মোদী আজ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা সে দেশের সংখ্যালঘুদের জীবনযাত্রার মানোন্নয়নে এই আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Advertisement

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায় করলেন বিজেপি

ঝাড়খণ্ডের দুমকায় বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংসদ নাগরিকত্ব আইন বিষয়ে এক গুরুত্বপূর্ণ বিল পাস করেছে যার ভিত্তিতে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা সে দেশে অত্যাচারের শিকার হয়ে এ দেশে এলে তাদের আশ্রয় দেওয়া হবে। আমাদের সিদ্ধান্ত ১০০০ শতাংশ সঠিক। দেশ জুড়ে এই আইনকে ঘিরে কংগ্রেসের প্রতিক্রিয়ায় প্রমাণ করছে যে সংসদের সিদ্ধান্ত সঠিক।’

Advertisement

Recent Posts