BREAKING NEWS : ভারতে আরও ১ জনের মৃত্যু মহারাষ্ট্রে

Advertisement

Advertisement

ভারতে ক্রমাগত মৃতের সংখ্যা বাড়ছে। আবারও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ৬৫ বছরের এক প্রবীনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরশাহী থেকে আহমেদাবাদে ফিরেছিলেন বলে জানা গেছে। প্রথম পর্যায়ে তার শরীরে কোনও উপসর্গ দেখা না গেলেও পরে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মৃত ব্যক্তির উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও ছিল।

Advertisement

ভারতে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন ভারতীয় ও ২ জন বিদেশী। একজন ইতালির ও অন্যজন ফিলিপিন্সের বাসিন্দা ছিলেন। এখন ও পর্যন্ত ভারতে যে কয়জনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে একজন বাদে সবার বয়স ৫০-র উপরে। মুম্বাইতে এই নিয়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। আক্রান্ত হয়েছেন ৫০০-র বেশি মানুষ।

Advertisement

মহারাষ্ট্রের পরে রয়েছে কেরলের স্থান। ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ৯ জন আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement