আর ব্যবহার করা যাবে না পুরনো ATM কার্ড, ঘোষণা স্টেট ব্যাংকের

Advertisement

Advertisement

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই পুরনো এটিএম কার্ড বাতিল করতে চলেছে এসবিআই এমনটাই জানানো ২০১৯ সালের পয়লা জানুয়ারি থেকে পুরনো ডেবিট কার্ডে আর লেনদেন করা যাবে না। চালু হতে চলেছে চিপ লাগানো নতুন ডেবিট কার্ড। যার ফলে আশা করা যাচ্ছে এটিএম জালিয়াতি খানিকটা বন্ধ করা যাবে। নতুন কার্ডে লাগানো থাকবে ইএমভি চিপ।

Advertisement

অনেকদিন আগেই পুরনো এটিএম কার্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল এসবিআই, কিন্তু এবারে একেবারে ৩১শে ডিসেম্বরের পর থেকে পুরোপুরিভাবে পুরনো কার্ড বন্ধ করার ঘোষণা করেছে স্টেট ব্যাংক।

Advertisement
Tags: BankSBI