নতুন উদ্যোগ, রাস্তার অবলা প্রাণীদের খাওয়ানোর জন্য ৫৪ লক্ষ টাকা মঞ্জুর সরকারের

Advertisement

Advertisement

সারাদেশ জুড়ে  এখন চলছে ২১ দিনের লকডাউন। সব কিছু বন্ধ থাকায় সমস্যায় পড়েছে জনসাধারণ। শুধু কি জনসাধারণ! সমস্যাতে পড়েছে রাস্তায় থাকা অবলা প্রাণীরা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট শুনশান। মানুষজন বাইরে বেরোচ্ছে না তাই এই রাস্তার কুকুর, বিড়ালদের খাবার জুটছে না। সাধারণ মানুষের যাতে খাবারের কোনো অসুবিধা না হয়, তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু অবলা প্রাণীদের জন্য সেভাবে কিছু ব্যবস্থা হয়নি।

Advertisement

তবে এবার এই রাস্তার কুকুর বেড়ালদের খাওয়ানোর জন্য ৫৪ লক্ষ টাকা মঞ্জুর করল ওড়িশা সরকার। ওড়িশাতে তীর্থস্থান থাকায় প্রচুর মানুষ ভ্রমণে আসেন, তাই রাস্তায় থাকা কুকুর, বেড়াল, গরু, ছাগল সবারই খাবারের সমস্যা হয় না। জনসাধারণের কাছ থেকে, দোকানদারদের থেকে খাবার ওঁদের জুট যায়। তবে এখন তো লকডাউন, মানুষজন রাস্তায় বেরোয় না, দোকানদারদের ও দেখা নেই তাই ওঁদের খাবার জুটছে না।

Advertisement

এই জন্য ওড়িশা সরকারের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫৪ লক্ষ টাকা এই অবলা প্রাণীদের খাওয়ানোর জন্য মঞ্জুর করা হয়েছে। ওড়িশা সরকার নির্দেশ দিয়েছেন যে ৫ টি পুরনিগম, ৪৮ টি পুরসভার রাস্তাঘটেযেসব প্রাণীরা ঘুরে বেড়ায়, ওঁদের জন্য দুবেলা পেটপুরে খাবার ব্যবস্থা করতে হবে। এর জন্য ওড়িশার ভুবনেশ্বর পুরনিগম প্রতিদিন দেবে ২০ হাজার টাকা এবং কটক, বেরহমপুর, রৌরকেল্লা, সম্বলপুর পুরনিগম প্রতিদিন দেবে ১০ হাজার টাকা, আর প্রতিটি পুরসভা দেবে ৫ হাজার টাকা। সেই অনুযায়ী ৫৪ লক্ষ টাকা মঞ্জুর করেছে ওড়িশা সরকার।

Advertisement

Recent Posts