Categories: দেশনিউজ

কথা দিয়ে কথা রাখবে বিজেপি, মুখ্যমন্ত্রীর পদে থাকবেন নীতিশ কুমারই

Advertisement

Advertisement

পাটনা: বুথ ফেরত সমীক্ষা বলেছিল বিহারে পরিবর্তনের সরকার গড়তে চলেছে তেজস্বী যাদব। দীর্ঘ ১৫ বছররের শাসন শেষ হতে চলেছে। কিন্তু ভোটের ফল উল্টো কথাই বলল। এ যাত্রায় বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলেছেন নীতীশ কুমার। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তেজস্বী যাদব। তবে এবার নীতীশের দলের থেকে বেশি আসন পেয়েছে বিজেপি। যদিও তারা লড়েছে কম আসনে। হিসেব মতো বিজেপি বেশি ভোট পাওয়ায় মুখ্যমন্ত্রীর আসনে বিজেপি প্রার্থীর বসা উচিত। কিন্তু নির্বাচনের আগেই জেডিইউ-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, ভোটের ফল যাই হোক না কেন, মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমারই। আর সেই কথাই এবার রাখতে চলেছে গেরুয়া শিবির।

Advertisement

যুদ্ধজয় হয়ে গিয়েছে। তেজস্বী যাদবকে কার্যত হাড়ের মুখ দেখিয়েছে এনডিএ। কিন্তু তারপর এই প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে যে ছোট শরিক জেডিইউকে দেওয়া কথা আদৌ কি রাখবে বিজেপি? এ প্রসঙ্গে ডেপুটি মুখ্যমন্ত্রী সুশীল মোদি জানিয়ে দিয়েছেন, প্রতিশ্রুতি মতই নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন।

Advertisement

আজ, বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশীল মোদী এ প্রসঙ্গে বলেছেন, ‘এই জয়ের কারিগর নরেন্দ্র মোদি, নীতীশ কুমার। এরা দুজনে মিলেই এই সংখ্যাগরিষ্ঠতা এনেছে। আমরা জনতার মধ্যে কোন রাগ ক্রোধ দেখিনি। বিরোধীরা মিথ্যে ইস্যু তুলেছিল। তাতে কাজ হয়নি। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি আমরা। বিহারে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই।’

Advertisement

১২৫টি আসনে এনডিএ জেতার ফলে ৭৫টি আসন জিতেছে বিজেপি। সেখানে জেডিইউ ৪৩টি আসন জিতেছে। সেক্ষেত্রে নীতীশ কুমারের দল তৃতীয় দল হিসেবে উঠে এসেছে। তারপরেও মুখ্যমন্ত্রীর পদ জেডিইউকে ছেড়ে দেওয়া হবে কিনা, তা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে বিহারে নীতীশ কুমারই থেকে যাবেন।