খেলা

কিউইদের মরণফাঁদে ভারতীয় মহিলা ক্রিকেট দল, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ৬২ রানে পরাজয় ভারতের

Advertisement

Advertisement

বিশ্বকাপের প্রথম ম্যাচে ১০৭ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল মিতালি রাজরা। তবে সেই জয়ের আনন্দ বেশি দিন স্থায়ী হল না ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে মুখ থুবড়ে পড়লেন ঝুলন গোস্বামীরা। আজ বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ধারাবাহিকতা বজায় রাখলেন মহিলা ক্রিকেট দল। আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপ যাত্রা শুরুর পূর্বে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ১-৪ ব্যবধানে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া।

Advertisement

আজ হ্যামিলটনের সেডন পার্কে টস জিতে সোফি ডিভাইনের দলকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডিভাইন (৩০ বলে ৩৫), অ্যামেলিয়া কের (৬৪ বলে ৫০) অ্যামি স্যাটার্থওয়েটের (৮৪ বলে ৭৫) ব্যাটে ভর করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ২৬০ রান তোলে। ভারতের হয়ে বল হাতে পূজা বস্ত্রকার১০ ওভার বল করে ৩৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

Advertisement

এদিন এক উইকেট নিয়েই  মহিলা বিশ্বকাপে ইতিহাসের পাতায় চলে এসেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ৩৯ বছরের ঝুলন গোস্বামী এখন যুগ্মভাবে মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেছেন। তিনি ৩৯ উইকেট নিয়ে স্পর্শ করলেন লিন ফুলস্টনকে (Lyn Fulltston)।

Advertisement

২৬১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে দিশাহারা হয়ে পড়ে ভারত। ভারতের হয়ে হরমনপ্রীত কৌর সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। তাছাড়া মিতালি রাজ ব্যক্তিগত ৩১ রানের ইনিংস খেলেন। এছাড়া ব্যাট হাতে ছাপ রাখতে পারেনি ভারতীয় কোন মহিলা ক্রিকেটার। ৪৬.৪ বলে সবকটি উইকেট হারিয়ে ভারত ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে ৬২ রানের বিশাল ব্যবধানে কিউইদের বিরুদ্ধে ধরাশায়ী হয়েছে ভারত।

Recent Posts