সিদ্ধার্থের মৃত্যুর পরই ফেসবুকে নতুন গ্রুপ জাস্টিস ফর সিদ্ধার্থ, এই প্রসঙ্গে কি বললেন অভিনেতার মা

Advertisement

Advertisement

বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেইপ্রয়াত হলেন জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৩’ এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। মাত্র চল্লিশ বছর বয়সেই থেমে গেল সিদ্ধার্থ শুক্লার জীবনের চাকা। হাসপাতাল সূত্রে খবর,বুধবার মায়ের সঙ্গে নিজের আবাসনেই ঘুরছিলেন সিদ্ধার্থ। আচমকাই হাঁটতে হাঁটতে অসুস্থ বোধ করেন অভিনেতা। ফ

Advertisement

ফ্ল্যাটে ফিরে ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। ঘুমের মধ্যেই শান্ত মনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সিদ্ধার্থ। সেদিন সকালে ১০ঃ৩০ টার সময়ে কুপার হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রাস্তাতেই প্রাণ হারান অভিনেতা। হাসপাতালে ডাক্তার অভিনেতালে ইসিজি করে বলেন তিনি মৃত। সিদ্ধার্থের চলে যাওয়ার কথা এখনো কেউ বিশ্বাস করতে পারছেননা। হতবাক সকলে।

Advertisement

অভিনেতার অনুরাগী, গুণমুগ্ধ, সতীর্থ আর বন্ধুরা কেউই মানতে পারছেন না যে সিদ্ধার্থ আর নেই। অনেকে আবার সিদ্ধার্থের মৃত্যুকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে তুলনা করছেন। অনেকের অভিমত এটা কোনো সাধারণ হার্ট অ্যাটাক নয় তিনিও কোনো চক্রান্তের স্বীকার হয়েছেন। আবার অনেকে মনে করছেন তিনিও সুশীর মতো বলিউডে স্বজনপোষণের শিকার হয়েছেন। গুণ থাকা সত্ত্বেও বলিউডে কাজ পাননি তিনি। সেই কষ্ট থেকে অভিনেতার এই মৃত্যু

Advertisement

সিদ্ধার্থের মৃত্যুর কিছু সময়ের মধ্যে ফেসবুকে তৈরি হয়ে যায় নতুন গ্রুপ ‘জাস্টিস ফর সিদ্ধার্থ শুক্লা’। যেখানে অনেকেই সিদ্ধার্থের মৃত্যুর জন্য দায়ী করেছেন সলমন খানকে। ভাইজানকে নানান ভাবে কটাক্ষের মুখোমুখি হতে হয়। তবে ছেলের মৃত্যু নিয়ে কথা বললেন খোদ সিদ্ধার্থের মা। সিদ্ধার্থের মা পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলের এই মৃত্যুতে কোনও রহস্য নেই। অভিনেতার মৃত্যুতে ‘অস্বাভাবিক’ বা ‘মানসিক অবসাদ’-এর মতো শব্দও তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। সোশ্যাল মিডিয়ায় অভিনেতাএ ফ্যানেদের কোনও রকম গুজব না ছড়ানোর আর্জি করেছেন তিনি। 

Recent Posts