লাল পোশাকে বোল্ড লুকে নেহা ধুপিয়া, নেট কাঁপাচ্ছে এই হট ছবি

Advertisement

Advertisement

কৌশিক পোল্ল্যে: বলিউডে এনার সিনেমার যাত্রা শুরু অজয় দেবগনের বিপরীতে ‘কায়ামত’ সিনেমা দিয়ে। তার আগেই অবশ্য ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী হিসেবে বেশ খ্যাতিলাভ করেন। তিনি নেহা ধুপিয়া, কুড়ির দশকে ব্লোড ও সেক্সি অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।

Advertisement

যদিও বলিউড দুনিয়ায় তার সিনেমার জার্নি খুব সফল হয়নি। তবে ছোটপর্দায় তিনি বেশ জনপ্রিয় মুখ। মিস ডিভা, মিস ফেমিনার মতো সংস্থায় মেন্টর হিসেবে কাজ করছেন প্রতিবছর। এছাড়াও জনপ্রিয় টিভি শো ‘রোডিজ’ এ তিনি একজন গ্যাং-লিডার। এই শো এর পরপর দুটি সিজনে তিনি গ্যাং-লিডার হিসেবে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য এই শো এর নতুন সিজনটি 15 ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।

Advertisement

আরও পড়ুন : ছোট পোশাকে উষ্ণতার ঝড় তুললেন ঝুমা বৌদি, তুমুল ভাইরাল সেই ছবি

Advertisement

রোডিজ এর অডিশনের সময়েই লোকেশন স্পট থেকে নেহার বেশ কয়েকটি ছবি এখন লাইম লাইটে। লাল পোশাকে বোল্ড লুকে রীতিমতো তাক লাগিয়েছেন বছর ৩৭ এর নেহা।

বিভিন্ন টক শো পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। এর মধ্যে ‘নো ফিল্টার নেহা’ তার নিজের টক শো এছাড়াও ‘বি এফ এফ উইথ ভোগ’ এর সঞ্চালক তিনি। বর্তমানে নেহা এক কন্যা সন্তানের মা। নেহার সেই সেক্সি লুকের ছবিগুলি নীচে রইল আপনার জন্য।

Recent Posts