Categories: নিউজ

মঙ্গলগ্রহে নতুন সন্ধানে NASA, জানলে চকে যাবেন!

Advertisement

Advertisement

ইসরোর চন্দ্রযান ২ ব্যর্থ হওয়ার পর নতুন পরিকল্পনা গ্রহন করল আমেরিকার গবেষণা সংস্থা নাসা। অনেকদিন আগেই মঙ্গলপৃষ্ঠে মহাকাশযান পাঠিয়েছিল নাসা। কিন্তু এবার আর মঙ্গলপৃষ্ঠে নয়, মঙ্গলপৃষ্ঠের নীচে কি রয়েছে সেসব জানাই লক্ষ্য নাসার। আর সেকারনেই তারা মঙ্গল খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

মূলত মঙ্গলে অণুজীব রয়েছে কিনা, থাকলেও তার মঙ্গলের কতটা গভীরে, সেই জীব কি অক্সিজেন অথবা কার্বন-ডাই-অক্সাইডের ওপরই নির্ভর করেই বেঁচে আছে, নাকি তাদের ভরসা করতে হয় মিথেন অথবা ইথেনের মতো কোনো হইড্রোকার্বনের ওপর তা জানতে, বুঝতেই এই পদক্ষেপ নিচ্ছে নাসা।

Advertisement

বড় ঘোষণাঃ চাঁদে মানুষ পাঠাবে ISRO

Advertisement
Tags: NASA