ভাইরাল & ভিডিও

টাইট সালোয়ার-কামিজে উন্মুক্ত ক্লিভেজ, নেটদুনিয়ায় ঝড় তুললেন মুসকান বেবি

Advertisement

Advertisement

স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)-র হাত ধরে রাগনী নৃত্যশৈলী পৌঁছে গিয়েছে সর্বভারতীয় স্তরে। ধীরে ধীরে রাগনী নৃত্যশিল্পীর পেশায় আসছেন বহু নারী। নাচের প্রতি প‍্যাশনের কারণেই মুসকান বেবি (Muskan Baby) এসেছিলেন এই পেশায়। দিল্লির গোবিন্দপুরার একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল মুসকানের। শৈশব থেকেই নাচ শিখতেন তিনি। একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হতেন মুসকান। পরবর্তী কালে পড়াশোনা অসমাপ্ত রেখে নাচকেই পেশা হিসাবে গ্রহণ করেন মুসকান। 2023 সালের 7 ই অগস্ট একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে মুসকান বেবির ডান্স ভিডিও।

Advertisement

ভিডিওতে মুসকানের পরনে রয়েছে গ্রে রঙের চকচকে পাতিয়ালা সালোয়ার-কামিজ। কামিজটি যথেষ্ট টাইট। কামিজের ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে মুসকানের ক্লিভেজ। গ্রে রঙের সালোয়ার-কামিজের ওড়নাটিও একই রঙের। লোকসঙ্গীত শিল্পী বসন্ত দাস (Basant Das)-এর গাওয়া গান ‘চুন্নি মে’-র সাথে ডান্স পারফরম্যান্স করেছেন মুসকান। খোলা মঞ্চে ডান্স পারফরম্যান্স করেছেন তিনি। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, মুসকান বসে রয়েছেন মঞ্চের উপর। এরপর ঘোমটায় মুখ আবৃত করেন তিনি। মঞ্চে এসে মুসকানের উপর টাকার বৃষ্টি করেন এক ব্যক্তি। ঠুমকা লাগাতে শুরু করেন মুসকান।

Advertisement

মঞ্চের ধারে গিয়ে নিচু হয়ে ক্লিভে শো-অফ করেন তিনি। মঞ্চের ধারে উপস্থিত পুরুষ দর্শকদের একাংশ তাঁর হাতে কিছু অর্থ তুলে দেন। ততক্ষণে মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে দিয়েছেন মুসকান। বাদ যায় না বুটি ডান্স। বারবার হতে থাকে নাচের স্টেপের রিপিটেশন। অধিকাংশ সময় মুসকানকে দেখা যায় মঞ্চের উপর হেঁটে বেড়াতে। রাগনী নৃত্যশৈলীর দেখা মেলে না মুসকানের হুকস্টেপে। এইভাবেই একসময় শেষ হয় মুসকানের নাচ। এই ভিডিওটি এখনও অবধি প্রায় দেড় লক্ষ ভিউ অতিক্রম করেছে।

Advertisement

Recent Posts