টেক বার্তা

১০ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে Motorola-র দামদার ফোন, সুযোগ হাতছাড়া করবেন না

অনলাইন শপিং সেন্টার তথা অ্যামাজনে ১০,০০০ টাকা ছাড়ে অর্থাৎ ৭৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Advertisement

Advertisement

এই মুহূর্তে যদি আপনি ফ্যান্সি স্মার্ট ফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে Motorola Razr 40 Ultra হয়ে উঠতে পারে আপনার জন্য বর্তমান সময়ের সেরা স্মার্টফোন। চলতি বছরের মাঝামাঝি সময়ে Motorola Razr 40 এবং Razr 40 Ultra নামের দুটি স্মার্ট ফোন একত্রে লঞ্চ করেছে সংস্থাটি। যদি এই মুহূর্তে আপনি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে Motorola Razr 40 Ultra আপনার জন্য হয়ে উঠতে পারে সেরা বিকল্প। কারণ বর্তমানে এই স্মার্টফোনের ওপর ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে অফারটি জানার পূর্বে চলুন জেনে নেওয়া যাক, Motorola Razr 40 Ultra স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisement

যদি Motorola Razr 40 Ultra ফোনের দুর্দান্ত ফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে এই স্মার্ট ফোনে FHD+ pOLED প্রাইমারি ডিসপ্লে ব্যবহার করেছে কোম্পানি। যে ডিসপ্লেটি 144Hz রিফ্রেস রেট সমর্থন করতে সক্ষম বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি দুর্দান্ত এই স্মার্টফোনে 6.79 ইঞ্চির বিশাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে গরিলা গ্লাস 7 প্রটেকশন সহ 3.6-ইঞ্চির বড় সেকেন্ডারি টাচস্ক্রীন দেওয়া হয়েছে। যেটি ফোনটিকে আকর্ষণীয় করে তুলবে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisement

যদি Motorola Razr 40 Ultra স্মার্টফোনের দুর্দান্ত প্রসেসরের কথা বলি, তবে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা ফোনটিকে স্মুথ ভাবে চলতে সাহায্য করবে। এছাড়া বাজার সেরা এই স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 3800mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যদি শক্তিশালী এই স্মার্টফোনের দামের কথা বলি, লঞ্চের সময় শক্তিশালী এই স্মার্টফোনের দাম ছিল ৮৯,৯৯৯ টাকা। যা অনলাইন শপিং সেন্টার তথা অ্যামাজনে ১০,০০০ টাকা ছাড়ে অর্থাৎ ৭৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Advertisement

Recent Posts