সন্তানের কবর চোখের জলে ধুয়ে দিলেন মা, চিকুর আত্মার শান্তি কামনা করলেন মিমি

Advertisement

Advertisement

কিছুদিন আগেই আচমকা মিমি (Mimi Chakraborty)-কে ছেড়ে চলে গেছে তাঁর চারপেয়ে সন্তান চিকু। আট বছরের ল্যাব্রাডর চিকু (chiku) চলতি বছরে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। কলকাতার চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছিলেন। চিকুকে নিয়ে মিমি পাড়ি দিয়েছিলেন চেন্নাই। চেন্নাইয়ের পশু হাসপাতাল থেকে ফেরার পর চিকু অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। মিমি নিজেও সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছিলেন। কিন্তু হঠাৎই চলে গেল চিকু। সন্তানহারা হলেন মিমি।

Advertisement

চিকুর কথা ভুলতে পারছেন না মিমি। সমস্ত কাজ করছেন কিন্তু তাঁর প্রতিটি শ্বাসে রয়েছে চিকু। চিকুর একটি ভিডিও শেয়ার করে মিমি স্মৃতিচারণ করেছিলেন। মিমির প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে রয়েছে চিকু। মা কি কখনও ভুলতে পারেন তাঁর সন্তানকে? হোক না সে চারপেয়ে। মিমির আরেক পোষ‍্য ম্যাক্স (Max) মিমির দিকে প্রশ্নভরা চোখে তাকিয়ে থাকে। চিকুর অভাব অনুভব করে সে।

Advertisement

এদিন চিকুর কবরে গিয়েছিলেন মিমি। পরনে ছিল সাদা পোশাক, চোখে কালো সানগ্লাস। মাটির থালায় চিকুর পছন্দের খাবার সাজিয়ে কবরের কাছে রাখলেন মিমি। চিকুর মা চিকুর কবর সাজিয়ে দিলেন রজনীগন্ধার মালা ও লাল গোলাপ দিয়ে। চিকুর কবরে ধূপ জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করলেন মিমি। ঠাকুরপুকুর নিখিল বঙ্গ কল্যাণ সমিতির পোষ‍্য কবরস্থানে সমস্ত বিধি মেনে চিকুকে কবর দিয়েছিলেন মিমি। এদিন সেখানে গিয়ে স্থানীয় সারমেয়দের নিজের হাতে খাইয়েছেন মিমি। সঙ্গী ছিলেন মিমির বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya chatterjee)। এদিন নিজের বাড়িতেও চিকুর আত্মার শান্তিতে গীতাপাঠ রেখেছিলেন মিমি। ধীরে ধীরে চিকুর শূন্যতাকে মেনে নিয়ে ধাতস্থ হচ্ছেন মিমি। তিনি নিজেও নিজের দুটি ছবি শেয়ার করে লিখেছেন, তিনি সেরে উঠছেন।

Advertisement

মিমি বলেছেন, চলে যেতে দিতে চাইলেও তিনি চিকুকে খুব ভালোবাসেন। চিকুর গন্ধ তাঁর ঘরের প্রতিটি কোণে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করে মিমি বলেছেন, শূন্যহাতে, একা দাঁড়িয়ে আছেন তিনি। মিমি অপেক্ষা করে আছেন, কবে আবার তাঁর চিকুর সঙ্গে তাঁর দেখা হবে!

 

Recent Posts