Categories: দেশনিউজ

শ্রীকৃষ্ণের জন্মস্থান ফেরানোর দাবি, ইদগাহ সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে মামলা দায়ের

Advertisement

Advertisement

নয়াদিল্লি: মথুরায় শ্রীকৃষ্ণের মন্দির চত্বরের পাশ থেকে ইদগাহ সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে মামলা দায়ের হল৷ রঞ্জনা অগ্নিহোত্রি নামে লখনউয়ের এক বাসিন্দা মথুরার সিনিয়র ডিভিশন সিভিল জাজের কোর্টে এই মামলাটি দায়ের করেছেন। শ্রীকৃষ্ণের জন্মস্থানে এই মন্দির চত্বরের ১৩.৩৭ একর জমি পুনরুদ্ধারের জন্য এই মামলা করা হয়েছে।

Advertisement

জানানো হয়েছে শ্রীকৃষ্ণ জন্মস্থান ট্রাস্টের অধীনে থাকা জমি জবরদখল করে কয়েকজন মুসিলেমর সাহায্যে সেখানে একটি কাঠামো নির্মাণ করা হয়েছে৷ আর ওই কাঠামোর নীচেই শ্রীকৃষ্ণের জন্মস্থান রয়েছে।

Advertisement

১৯৭৩ সালের ২০ জুলাই এই মামলায় মথুরার ফৌজদারি বিচারক রায়ও দিয়েছিল৷ মামলার হলফনামায় বলা হয়, “শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থান মন্দির এবং ভক্তদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ১৯৬৮ সালে মসজিদ ইদগাহ ম্যানেজমেন্ট কমিটি ট্রাস্টের সঙ্গে বেআইনিভাবে আপোস করে৷ যার ফলে মন্দিরের সম্পত্তির একটা বড় অংশ হাতছাড়া হয়৷”

Advertisement