ডোনাল্ড ট্রাম্পকে উল্লু বলে হাসির খোরাক মার্কিন তরুণী, ফের বিতর্কে ট্রাম্প

Advertisement

Advertisement

আমেরিকা: ফের শিরোনামে ডোনাল্ড ট্রাম্প, এবার তাকে নিয়ে হাসির ছলে উল্লু বলে বসলেন এক তরুণী। পরে অবশ্য জানা গেছে তিনি নিজেই ট্রাম্পের সমর্থক। এর আগেও বহুবার বিতর্কর কেন্দ্রে এসেছে মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এবার সরাসরি এই কথা শুনে অবাক অনেকেই সোশ্যাল মিডিয়ায় এখন বিরাট ট্রোলের শিকার ওই তরুণী ৷ ট্রাম্পের প্রশংসা করতে গিয়েই তিনি উল্লুক কথার অর্থ না জেনেই বিপাকে পড়েন৷  সামনেই নির্বাচন, আর ভোটের প্রস্তুতি নিতে যে কত কাঠ খড় পোড়াতে হচ্ছে তা হাড়ে হাড়ে বুঝছেন ডোনাল্ড ট্রাম্প।ইংরেজিতে ‘ওয়াইস আউল’-এর কায়দাতে তা হিন্দিতে বোঝাতে গিয়েই  ভিডিওটি দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় !

Advertisement

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত একটি অডিও প্রকাশ্যে আসার পর তোলপাড় হয়ে গিয়েছে মার্কিন মুলুক। অডিওতে ডোনাল্ড ট্রাম্পের দিদি ম্যারিয়ান ট্রাম্প ব্যারির  কথোপকথন  দুর্বল করে দিয়েছে মার্কিন রাজনীতির ভীত।  মিথ্যুক, নীতিহীন কোনো কিছুই বলতে বাকি রাখেননি ম্যারিয়ান ট্রাম্প।

Advertisement

অনেক আগে উপদেষ্টার পদত্যাগে জোর ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷কিন্তু  মুহূর্তেই মাটি হতে বসেছে রাজনীতির এই পুরোনো পিলার।কয়েক ঘণ্টার অডিও টেপ হাতে আসতেই বেড়েছে গুঞ্জন। কিন্তু এতো কিছু হওয়ার পরেও  হোয়াইট হাউসের কোনও বক্তব্য শোনা যায়নি। আর এসবের মধ্যে আবার অপমানজনক মন্তব্য।নভেম্বর মাসেই নির্বাচন, জোরকদমে চলছে ডেমোকক্র্যাট আর  রিপাবলিকানদের প্রস্তুতি।

Advertisement

জো বিডেনের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা হয়েছে ৷ এরই মধ্যে এক তরুণী ভিডিও বার্তায় ট্রাম্পকে ‘উল্লু’ বলে সম্বোধন করেছেন ৷ কিছুদিন আগেই আবার হু-র সংস্কার বৈঠকে যোগ দেওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে ফ্রান্স ও জার্মানি। সব মিলিয়ে ভোটের আগে প্রায়দিনই খবরে আসছেন ডোনাল্ড ট্রাম্প।

Recent Posts