“তৃণমূলের নামে গালিগালাজ করছে বিজেপির আইটি সেল”, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে ভবিষ্যতে এরকম ফেক কলের ঘটনা ঘটলে তিনি পুলিশের দ্বারস্থ হবেন

Advertisement

Advertisement

একুশে নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট প্রচারের উদ্দেশ্যে পূর্ণ উদ্যমে কাজে নেমে পড়েছেন। ভোট প্রচার করতে গিয়ে বা নির্বাচনী রননীতি গুছিয়ে নিতে গিয়ে বারংবার তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে উঠছে। তবে এবার বিজেপি আইটি সেলের বিরুদ্ধে সরব হলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সোমবার সরাসরি নবান্ন থেকে বিজেপির বিরুদ্ধে শিক্ষাব্রতীদের ফোন করে কুকথা বলার অভিযোগ তুলেছেন। তিনি সেই সাথে পরামর্শ দিয়েছেন যে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলো তিনি পুলিশের দ্বারস্থ হবেন।

Advertisement

আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মা কিচেনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বিজেপি আইটি সেলের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনে বলেছেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপককে একটি প্রাইভেট নম্বর থেকে ফোন করা হচ্ছে। তৃণমূলের নাম করে কিছুক্ষণ কথা বলার পর তাদের গালিগালাজ করা হচ্ছে ফোনে।” এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার ধারণা যে এই কাজ করছে বিজেপি আইটি সেল। এই ঘটনা তদন্ত করতে বলেছি আমি পুলিশকে। বেআইনি কিছু পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।”

Advertisement

মুখ্যমন্ত্রী এ বিষয়ে আরো বলেছেন যে, “তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপি আইটি সেলের নতুন চাল এটি। উনি যেভাবে তারা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে তাতে এটা স্পষ্ট যে ওরা ঘাসফুল শিবিরকে ঘেন্না করে।” প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বিজেপির আইটি সেল এর বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন। তিনি বারংবার প্রচার করতে গিয়ে বলেন বিজেপি আইটি সেল ফেক ভিডিও বানিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবারেও অজ্ঞাত পরিচয় ফোনকলের দায় চাপিয়ে দিলেন তিনি বিজেপি আইটি সেলের ওপর। তিনি জানিয়েছেন যে এই ধরনের ফোন এলে ধরবেন না। আর যদি ভুল করে ধরে ফেলেন তাহলে কথা বলবেন না। কোন নাম্বার থেকে ফোন এসেছে বা বৃত্তান্ত পুলিশের কাছে দিয়ে দেবেন।

Advertisement