এক এক করে দিলেন শাহের প্রশ্নের উত্তর, ২০২১ এ রেকর্ড ভাঙব, বক্তব্য মমতার

এইদিন অমিত শাহের (Amit Shah) প্রতি প্রশ্নের এক এক করে উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

Advertisement

Advertisement

একই দিনে দক্ষিণ চব্বিশ পরগণায় করা হলো সভা। অমিত শাহের জবাবী সভায় অনেকটা চেনা ভঙ্গিতেই দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার বক্তব্য কে প্রার্থী দেখার প্রয়োজন নেই, ২৯৪ টি আসনেই আমি প্রার্থী। মমতার বক্তব্য,” এইবার লড়াই বিজেপির অহংকার ভাঙার। আগের মতো এইবার ও ৩১-০ করতে হবে দক্ষিণ ২৪ পরগণায়।”

Advertisement

দক্ষিণ ২৪ পরগণা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাটি। তার সাংগঠনিক দক্ষতাতেই আগের বিধানসভা ও লোকসভা ভোটে কার্যত দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। আর বিধানসভা ভোট যত এগোচ্ছে সেই অভিষেককেই নিশানা বানাচ্ছে বাংলার গেরুয়া শিবির। তাই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শুরু থেকে শেষ জুড়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । অমিত শাহর নাম না করে এইদিন তৃণমূল সুপ্রিমো বলেন, “অভিষেকের নাম নেওয়ার আগে তোমার ছেলের কথা বলো, সেও আমার ভাইপো।” পাশাপাশি রইল চ্যালেঞ্জ, “অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখাও।” এমনকি সভার শেষে অমিত শাহ চ্যালেঞ্জ করছি তোমার ছেলেকে রাস্তায় নামাও বলেও আক্রমণ করেন তৃণমূল নেত্রী।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিন সাগর-সভায় বলে এসেছেন গেরুয়া শিবিরে আমলে সরস্বতী পুজো, দুর্গাপুজো করা যাবে নিশ্চিন্তে। বার্তাটা যেন ছিল, সরস্বতী পুজো করতে সমস্যায় পড়তে হচ্ছে। মমতা জবাবে বললেন, সরস্বতী পুজো করতে দেয় না বলছে, সরস্বতী সম্পর্কে কিচ্ছু জানে না ওরা(এই সময়ে সরস্বতীর মন্ত্রপাঠও শুরু করেন মমতা) । দুর্গাপুজা নিয়ে প্রশ্ন তুলছে, তাহলে ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা কেন দেওয়া হচ্ছে?

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, এই দিন অভিষেক প্রশ্ন তুলেছিলেন যারা সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন তারা সোনার উত্তর প্রদেশ গড়তে পারল না কেন? উত্তরপ্রদেশের উন্নয়নের নাম নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও। সেখানে সম্প্রতি মৃত্যু হওয়া দুই দলিত কন্যা সম্পর্কে বললেন, যে বাচ্চা মেয়েগুলিকে অত্যাচার করা হয়েছে তাই নিয়ে কেন কোনও কথা বলা হল না।

নিজেকে এদিনও তৃণমূলের রাজনৈতিক কর্মী বলে দাবি করেছেন মমতা। রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, এটাই তার ইউএসপি, নীচুতলার মন পেতে চিরকাল এই হাট-মাঠের রাজনীতিই করে এসেছেন মমতা। আজ যেমন বলছিলেন, আমি নেতা নই, একজন সাধারণ তৃণমূল কর্মী। আমি আজও একজন ছাত্র নেত্রী। আমার সাথে লড়া অত সহজ নয়। বিধানসভার ফল নিয়ে আত্মবিশ্বাসী দলনেত্রী তুলে আনলেন পাঞ্জাবের মিউনিসিপ্য়াল ভোটের বিষয়েও । তিনি বললেন, পাঞ্জাবে সাফ হবে। ত্রিপুরা, উত্তরপ্রদেশেও যাবে। এদিনও তার বার্তা, এনআরসি, এনপিআর করতে দেবো না।

এইদিন কথার ছলে আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক (Abhishek Banerjee) কে নিয়ে তিনি বলেন, আমার জন্য ওকে কথা শুনতে হয়। ও একটা চোখে প্রায় দেখতে পারে না। আমার বাড়ির ছোটদের, বউদের গালি গেবে না। অভিষেক লড়ে লোকসভায় জিতেছে, কিছুই তাকে পাইয়ে দেওয়া হয়নি, স্মরণ করিয়ে মমতা অমিত শাহকে (Amit Shah) উদ্দেশ্য করে বললেন, জয় শাহকে পারলে মাঠে নামাতে।

Recent Posts