নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য আবাসনের বন্দোবস্ত মমতার, প্লট বরাদ্দ নিউটাউনে

প্রাকনির্বাচনকালে মমতা সরকার নিউটাউনে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪০০ প্লট বরাদ্দ করেছে

Advertisement

Advertisement

একুশে বিধানসভা নির্বাচনের আগে ফের আরেকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পতরু রূপ দেখা গেল। এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। পুর ও নগরায়ন দপ্তর এই বিষয়ে আজ অর্থাৎ শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মীদের প্লট দেবে। জানা গিয়েছে, নিউ টাউন অ্যাকশন এরিয়া ১, ২, ৩ মিলিয়ে মোট ৪০০ টি প্লট বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য।

Advertisement

রাজ্য সরকারি কর্মীদের সমবায় ভিত্তিতে বাড়ি বানাতে পারবে। তবে এই প্লট সব রাজ্য সরকারি কর্মী পাবেনা। রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত দের প্লট দেয়ার সিদ্ধান্ত করা হয়েছে। কারা এর ভিত্তিতে আবেদন করতে পারবে তা নিয়ে তিনটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি ক্যাটাগরি হল যথাক্রমে এইচআইজি, এইচআইজি ১, এইচআইজি ২। এইচআইজি ক্যাটাগরিতে আবাসনের ক্ষেত্রে ১৯.৮ লাখ টাকা কাঠা দরে মোট ৫.৯৮ কাঠা জমি বরাদ্দ করা হবে। অন্যদিকে, ১,৬৫৫,৯৯৭ টাকা প্রতি কাঠা দামে এমআইজি–১ ও এমআইজি–২ ক্যাটেগরির আবাসনের জন্য যথাক্রমে ৪.০৩ কাঠা ও ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রকল্প অনেকদিন আগেই শুরু হয়েছিল। কিন্তু এই কাজ দীর্ঘদিন ধরেই কার্যকর হয়নি। তবে এবার বিধানসভা নির্বাচনের ঠিক প্রাকমুহুর্তে মমতা সরকার তোড়জোড় দিয়ে পুরনো বকেয়া কাজ মেটানো শুরু করেছে। এই প্রকল্প চালু হলে উপকৃত হবেন কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই মমতা সরকার রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

Advertisement