কালীঘাটে জরুরি বৈঠক ডাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দলবদলুদের নিয়ে নেবেন বড় সিদ্ধান্ত

এছাড়াও বেশ কিছুটা সাংগঠনিক রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

Advertisement

এবারে পশ্চিমবঙ্গ নির্বাচন বাংলা বিজেপির কাছে একটি প্রেস্টিজিয়াস ফাইট ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল নিজের অস্তিত্ব ধরে রাখার লড়াই। একদিকে ছিলেন মোদী, অমিত শাহ এবং অন্যান্যরা, আর অন্যদিকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একা। কিন্তু তার পরেও ২০০ এর বেশি আসন লাভ করে বাংলায় আবারো মসনদে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই জয়ের ফলে সমীকরণ অনেকটাই পাল্টে গিয়েছে রাজ্য রাজনীতির।

Advertisement

শুধু তাই নয় সামনে পৌরসভা ভোট রয়েছে। এই পৌরসভা নির্বাচনের আগে দলকে একেবারে ঢেলে সাজানোর জন্য বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জয়লাভের পর এই প্রথম মেগা সাংগঠনিক বৈঠক করতে চলেছেন। ৫ জুন বেলা ৩ টের সময় বৈঠক করতে চলেছেন তিনি। এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সমস্ত নির্বাচিত বিধায়ক, সাংসদ এবং জেলা সভাধিপতি। এই বৈঠকে দলের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মমতা ঐদিন প্রথমে কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করবেন। তারপরে বৈঠক করবেন সাংগঠনিক নেতাদের সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। এই বৈঠক থেকে মনে করা হচ্ছে, একজন নেতা শুধুমাত্র একটি পদে থাকতে পারবেন, এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, যারা জেলা সভাধিপতি আছেন, এবং একই সঙ্গে রয়েছেন মন্ত্রী, তাদের পদ খোয়ানোর সম্ভাবনা রয়েছে।

Advertisement

তার সাথেই দলের বিভিন্ন পুরনো কর্মীদের ফেরানোর জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই সিদ্ধান্তে হয়তো দলের পুরোনো কিছু নেতা, যারা বিজেপিতে চলে গিয়েছিলেন তারা আবার ফিরে আসতে চলেছেন তৃণমূলে। পৌরসভা নির্বাচনের আগে এরকম একটি সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।

Recent Posts