Madhyamik Result: প্রকাশিত এবছরের মাধ্যমিকের রেজাল্ট, প্রথম পূর্ব মেদিনীপুরের অরিত্র পাল

বুধবার বেলা সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

Advertisement

Advertisement

আজ প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার (WBBSE Madhyamik Results 2020) ফলাফল। বুধবার বেলা সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে আমাদের লাইভ আপডেটে চোখ রাখুন…

Advertisement

-সকাল দশটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট।

Advertisement

-মাধ্যমিকে প্রথম অরিত্র পাল ৷ প্রাপ্ত নম্বর ৬৯৪ ৷ ৯৯.৯ শতাংশ নম্বর পেয়েছে সে ৷

Advertisement

-অরিত্র পাল পূর্ব মেদিনীপুর মেমারি বিদ্যালয় মেমোরিয়ালের ছাত্র।

-প্রতিবারের মতো এবারও সাফল্যের হার সবথকে বেশি পূর্ব মেদিনীপুরে।

-পাশের হারে রেকর্ড এবার মাধ্যমিকে ৷

-৮৬.৩৪ শতাংশ পড়ুয়া পাশ৷

-পরীক্ষা শেষ হওয়ার ১৩৯ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে।