Categories: দেশনিউজ

লকডাউনের মেয়াদ বাড়লেও বিমান পরিষেবায় বিশেষ ছাড়, তবে কিছু শর্ত মেনে

Advertisement

Advertisement

ভারতবার্তা ওয়েবডেস্ক: গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে জারি হয় ২১ দিনের লকডাউন। কিন্তু লকডাউন জারি হওয়ার আগে থেকেই দেশে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমান চলাচল। ১৪ই এপ্রিলের পর লকডাউনের মেয়াদ আরও বাড়াতে চলেছে কেন্দ্র। এই অবস্থায় অসামরিক বিমান পরিষেবাকে ছাড় দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে অসামরিক বিমান পরিবহন সূত্রে। তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতেই হবে বিমান সংস্থা গুলিকে।

Advertisement

শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, লকডাউন বাড়ালে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করতে হবে, তার মধ্যে ছিল বিমান পরিষেবা। অর্থনীতিকে নতুন করে বাঁচাতে এমন কিছু পদক্ষেপ নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হবে কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। মনে করা হচ্ছে, কৃষি, কলকারখানা, নির্মাণ শিল্প এবং বিমান পরিষেবা এই ক্ষেত্র গুলিতে ছাড় দিতে পারে কেন্দ্র। বিমান পরিষেবায় ছাড় দিলেও তা যে বেশ কিছু নিয়ম মেনে চলতেই হবে সেকথাও জানানো হয়েছে।

Advertisement

দেশ জুড়ে লকডাউন চালু হওয়ার কিছুদিন আগে থেকেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমান পরিষেবা। শুধুমাত্র কার্গো বিমান ও কিছু বিশেষ বিমান চালু রাখা হয়। এই লকডাউনের বিরাট প্রভাব পড়েছে বিমান সংস্থা গুলির উপর। সম্প্রতি একটি রিপোর্টে দেখা গেছে বিশ্বজুড়ে ২০১৯ এর ফেব্রুয়ারির তুলনায়, ২০২০ এর ফেব্রুয়ারিতে যাত্রী সংখ্যা কমেছে ১৪.১%। যা যথেষ্টই উদ্বেগের। ভারতে বিমান পরিষেবা বন্ধ থাকার পর বেশিরভাগ বেসরকারি বিমান সংস্থা তাদের কর্মীদের বেতন কমিয়েছে। তাই অর্থনীতিকে বাঁচাতে বিমান পরিষেবার উপর কেন্দ্রের এই ছাড় বলে মনে করা হচ্ছে।

Advertisement

Recent Posts