ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই পলিসি কিনলেই প্রতি মাসে পেয়ে যাবেন ২০ হাজার টাকা করে পেনশন, জানুন এলআইসির এই পলিসির ব্যাপারে

এলআইসির সবকটি পলিসি মধ্যে এটি হলো সবথেকে জনপ্রিয়

Advertisement

Advertisement

অবসর এবং পেনশন হচ্ছে এমন কিছু শব্দ যা নিয়ে সকলেই বেশি চিন্তিত থাকেন এবং যেখানেই এই নিয়ে বেশি কথা বলা হয় সেখানে সকলেই মনোযোগ দিয়ে শোনেন। সকলেই জানেন একজন সরকারি কর্মচারীর পেনশন এতটাই বেশি হয় যে অবসর নেওয়ার পরেও তাদের ঘর ছাড়ানোর কোন টেনশন থাকে না। কিন্তু বেসরকারি কোম্পানির কর্মচারী এবং যারা ব্যবসা করেন তাদের জন্য এই ধরনের কোন সুবিধা থাকে না। যদিও এখন সরকার এই পরিপ্রেক্ষিতে কিছু সুবিধা প্রদান করতে শুরু করেছে ভারতের সাধারণ মানুষকে। এলআইসি এমন একটি পরিকল্পনা নিয়ে এসেছে যার অধীনে আপনাকে একবার বিনিয়োগ করতে হবে এবং তারপরে আপনাকে এলআইসি দ্বারা আজীবন পেনশন দেওয়া হবে।

Advertisement

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে বিনিয়োগ নিরাপদ বলে মনে করা হয় কারণ এটি ভারতের সবথেকে বৃহত্তম এবং একমাত্র সরকারি বিমা সংস্থা। এই সংস্থায় বিনিয়োগ করলে আপনারা উচ্চ অংকের রিটার্ন পেয়ে থাকেন এবং আপনার জীবন ভালোভাবে অতিবাহিত করতে পারেন। আপনি যদি একটি ভালো এলআইসি পলিসি কিনতে চান তাহলে আজ আমরা আপনাকে এলআইসির সবথেকে জনপ্রিয় প্রকল্প জীবন অক্ষয় পরিকল্পনার ব্যাপারে জানাতে চলেছি। এই পলিসিতে আপনাকে মাত্র একবার বিনিয়োগ করতে হবে এবং তারপরে আপনি প্রতি মাসে, তিন মাস অন্তর, ছয় মাস অন্তর অথবা এক বছর অন্তর পেনশন পেতে থাকবেন।

Advertisement

এই প্রকল্পে বিনিয়োগকারীর বয়স যদি ৭৫ বছর হয় তাহলে তাকে এককালীন ৬,১০,৮০০ টাকা একক প্রিমিয়াম জমা দিতে হবে। এর উপর তার বিমার পরিমাণ হবে ৬ লক্ষ টাকা। অর্থাৎ বার্ষিক পেনশন হবে ৭৬,৬৫০ টাকা, অর্ধ বার্ষিক পেনশন হবে ৩৭,০৩৫ টাকা, ত্রিমাসিক পেনশন হবে ১৮,২২৫ টাকা, এবং একইসঙ্গে মাসিক পেনশন হবে ৬,৮০০ টাকা। জীবন অক্ষয় পরিকল্পনার অধীনে বার্ষিক ১২,০০০ টাকা পেনশন পাওয়ার সুবিধা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনি কিন্তু এই পেনশন একেবারে মৃত্যুর আগে পর্যন্ত পেতে থাকবেন। তবে আপনি যদি প্রতিমাসে ২০ হাজার টাকা পেনশন পেতে চান তাহলে আপনাকে একবারে ৪০,৭২,০০০ টাকা জমা করতে হবে।

Advertisement

Recent Posts