কৃশভের হাতে হল মহাদেবের অভিষেক, শিবরাত্রির ছবি শেয়ার করলেন ‘মা’ পুজা

Advertisement

Advertisement

চলতি বছরের 6 ই ফেব্রুয়ারি নিজের 34 বছরের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জী (Puja Banerjee)। সঙ্গে ছিলেন তাঁর স্বামী কুণাল বর্মা (Kunal verma) ও অভিনেত্রী মোনালিসা (Monalisa) । জন্মদিনে পূজার পরনে ছিল মাল্টিকালার স্প‍্যাগেটি স্লিভস নি লেংথ ড্রেস। মোনালিসা পরেছিলেন কালো রঙের ড্রেস। চারিদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছিল পূজার জন্মদিনে। আইসক্রিম দিয়ে আড়াল করে স্বামীকে উষ্ণ চুম্বন করলেন পূজা। সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করলেন তিনি। এছাড়াও ইন্সটাগ্রামে নিজের জন্মদিনের ভিডিও শেয়ার করে পূজা তাঁর স্বামী কুণাল ও বন্ধু আলতাফ খান (Altaf khan), আকাঙ্খা খান্না (Akansha khanna)-কে ধন্যবাদ জানিয়েছেন তাঁর জন্মদিনের পার্টির ব্যবস্থা করার জন্য। নেটিজেনরাও পূজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

গত বছর 8 ই অক্টোবর মা হয়েছেন পূজা। মা হওয়ার আগে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। মা হওয়ার আগের রাতের ছবিও শেয়ার করেছিলেন পূজা ও কুণাল। মা হওয়ার আগের রাতে কার্যত জেগেই কাটিয়েছিলেন পূজা ও কুণাল। প্রথম সন্তানের বাবা-মা হওয়ার আনন্দ ছিল তাঁদের মধ্যে। পরের দিন হাসপাতালে ভর্তি হন পূজা। কিন্তু কুণালকে করোনা অতিমারীর কারণে অনুরোধ করা সত্ত্বেও লেবার রুমে ঢুকতে দেওয়া হয়নি। পূজা একটি পুত্রসন্তান কৃশভ (Krishav) -এর জন্ম দেন। কিন্তু জন্মের পর থেকেই শিশুটির শ্বাসনালিতে সমস্যা ছিল। ফলে শিশুটিকে বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালের আলাদা রুমে রাখা হয়। এই ঘটনায় পূজা ও কুণাল ভেঙে পড়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি সুস্থ হলে তাকে পূজা ও কুণালের হাতে তুলে দেওয়া হয়। বাড়ি ফিরে এসে ইন্সটাগ্রামে পূজা এই ঘটনা শেয়ার করেন। নেটিজেনরা ও সেলিব্রিটিরা পূজাকে মা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। গর্ভবতী হওয়ার কারণে পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ ছেড়ে দিয়েছিলেন।

Advertisement

কৃশভ কিছুদিন আগেই মুক্ত হয়েছে শ্বাসনালীর সমস্যা থেকে। তাই তার সুস্থতা কামনা করে কৃশভের হাতেই মহাশিবরাত্রির দিন মহাদেবের অভিষেক করালেন পূজা ও কুণাল। পূজার কোলে বসে ছোট্ট কৃশভ করল দেবাদিদেবের অভিষেক। মহাদেবের অষ্টধাতুর মূর্তিতে দুধ দিয়ে অভিষেক করা হয়েছে। কৃশভের প্রথম শিবরাত্রির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন পূজা। নেটিজেনরাও কৃশভের সুস্থতা কামনা করেছেন।

Advertisement

পূজা ও কুণালের পরিচয় হয় একটি সিরিয়ালের সেট থেকে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2019 সালে দুই পরিবারের উপস্থিতিতে তাঁরা রেজিস্ট্রি ম্যারেজ করেন। চলতি বছরে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা ছিল তাঁদের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পূজা ও কুণাল বিয়ের অনুষ্ঠান বাতিল করে তাঁদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ দান করেন করোনা তহবিলে। এরপর গত বছর 15ই অগষ্ট পূজা ও কুণালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। সবাই পূজাকে শুভেচ্ছা জানান। সম্প্রতি পূজা ও কুণাল তাঁদের পুত্রসন্তান কৃশভ-এর একটি ছবি শেয়ার করেছেন।

 

Recent Posts