দুটি বড় পরিবর্তন কলকাতার, টসে জিতে ব্যাট হায়দ্রাবাদের

Advertisement

Advertisement

আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া দু’দল ই। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আজকের ম্যাচে শিশিরের একটা বড় ভূমিকা থাকবে বলে মনে করছেন তিনি। কিন্তু গত কয়েক ম্যাচে প্রথমে ফিল্ডিং করে হেরেছে দলগুলি।তাই এই সিদ্ধান্ত বলে জানালেন ওয়ার্নার।

Advertisement

কয়েক ম্যাচে চোট পেয়ে হায়দ্রাবাদ দল থেকে ছিটকে গিয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। তাঁর পরিবর্তে জেসন হোল্ডারকে দলে অন্তর্ভুক্ত করলেও তিনি এখনও এসে পৌঁছান নি।তাই মার্শের জায়গায় এসেছেন মোহাম্মদ নবী।বাংলার উইকেট কিপার ঋদ্ধিমান আজ প্রথম একাদশে সুযোগ পেয়েছেন চোটগ্রস্থ বিজয় শঙ্করের জায়গায়। এবং সন্দীপ শর্মার জায়গায় এসেছেন খলিল আহমেদ।গত ম্যাচে হারার পর দুটি বড় পরিবর্তন করেছে কলকাতা। সন্দীপ ওয়ারিয়রের জায়গায় এসেছেন কমলেশ নাগরকটি এবং নিখিল নায়েকের জায়গায় বরুন চক্রবর্তী।
প্রথম একাদশ:

Advertisement

কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, শুভমান গিল, নীতীশ রানা,ইয়ন মর্গান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক(অধিনায়ক), কমলেশ নাগরকটি,প্যাট কামিন্স,কুলদীপ যাদব,বরুন চক্রবর্তী,শিবম মাভি

Advertisement

সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার(অধিনায়ক),জনি বেয়ারিস্টো,মনীশ পান্ডে, ঋদ্ধিমান সাহা,অভিষেক শর্মা,প্রিয়ম গর্গ, মোহাম্মদ নবী,রশিদ খান, ভুবনেশ্বর কুমার,খলিল আহমেদ, টি নটরাজন

Recent Posts