কিশোর কুমারের গানে নতুন কথা বসিয়ে সচেতনতা বৃদ্ধি করছে পুলিশ, দেখুন সেই ভিডিও

Advertisement

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – পুলিশ গাইছে গান আবার কিশোর কুমারের সেই গানটি ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’। হ্যাঁ সুরটা এক হলেও গানের কথাগুলো আলাদা। গানের কথা বানানো হয়েছে করোনাভাইরাস মোকাবিলার সচেতনতা বৃদ্ধির জন্য । সাধারণ মানুষ যারা পড়াশোনা জানেনা কিংবা যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন নেই, যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে ততটা সচেতন নয়, সেই সমস্ত মানুষদের কাছে করোনা ভাইরাস এর সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে এসেছে পুলিশরা। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো গানটির সুর একই রকম রেখে গানের মধ্যে শুধু কথাগুলিকে একটু উল্টে পাল্টে দিয়ে বেঁধে ফেলেছেন সুন্দর গান। আর সেটি গেয়ে গেয়ে সচেতন করছেন মানুষকে।

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র পুলিশদের মারার ছবি দেখে যারা প্রচন্ড বিরক্তি প্রকাশ করেছেন, তারা হয়তো এই ধরনের ভিডিওগুলো দেখলে পুলিশদের প্রতি সম্মান নিশ্চয়ই দেখাবেন। এতবার করে বারণ করা সত্তেও মানুষ যখন নির্বিকারভাবে রাস্তায় বেরোচ্ছে তখন পুলিশদের মাথা ঠিক থাকছে না, মেরে দিচ্ছেন বেধড়ক, তবে তাদের এই বেধড়ক পেটানো কখনোই সমর্থনযোগ্য নয়, তবে সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও ঘুরছে যেখানে পুলিশরা তাদের নিজস্ব জায়গায় অটল। তাদের কাজ সমাজকে রক্ষা করা। আর সত্যিই তারা এই কাজটি করে দেখাচ্ছেন। দুঃস্থ মানুষদের হাতে তুলে দিচ্ছেন খাবার কখনওবা গান গেয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছেন। তাদের এই কাজকে কুর্নিশ জানাতে হয়।

Advertisement
Tags: corona virus