বিরল ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী কিরণ খের

Advertisement

Advertisement

গত বছর থেকে পৃথিবীতে যেন নেমে এসেছে ভয়াবহতার থাবা। বাদ যায়নি বলিউডও। গত বছর ক্যান্সারে প্রাণ হারিয়েছেন ঋষি কাপুর (Rishi kapoor), ইরফান খান (irfan khan)। টলিউডে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (soumitra chatterjee)। নতুন বছরেও দুঃসময় যেন কাটতেই চাইছে না। সম্প্রতি বিরল ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিরণ খের (kiran kher)। তাঁর স্বামী অভিনেতা অনুপম খের (Anupam kher) টুইট করে কিরণের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তিনি বলেছেন, এই বিরল ধরনের ব্লাড ক্যান্সারটির নাম myeloma। অনুপম জানিয়েছেন, আপাতত কিরণ চিকিৎসাধীন রয়েছেন। তিনি ও তাঁদের পুত্র সিকন্দর (sikandar kher) কিরণের লড়াকু মনোভাবকে কুর্ণিশ জানিয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, কিরণের জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। এছাড়াও আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরাও খের পরিবারের পাশে রয়েছেন। অনুপম খের সবাইকে কিরণের জন্য প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন। তার পাশাপাশি তিনি বলেছেন, কিরণকে নিয়ে গুজব না ছড়াতে।

Advertisement

থিয়েটারের পাশাপাশি বলিউডে বিভিন্ন চরিত্রে কিরণের অভিনয় সকলের নজর কেড়েছে। এমনকি ঋতুপর্ণ ঘোষ (Rituparno ghosh) পরিচালিত বাংলা ফিল্ম ‘বাড়িওয়ালি’-তে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কিরণ। কিন্তু তিনি বাংলা বলতে পারতেন না। এই কারণে তাঁর বাংলা ডাবিং করেছিলেন অভিনেত্রী রীতা কয়রাল (Rita koyral)। তবে এই ফিল্মে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কিরণ। এছাড়াও ‘সর্দারি বেগম ফিল্মে অনবদ্য অভিনয়ের জন্য তাঁর ঝুলিতে এসেছিল আরও একটি জাতীয় পুরস্কার। ফিল্মে অভিনয়ের পাশাপাশি কালার্স চ্যানেলের জনপ্রিয় ট‍্যালেন্ট হান্ট ‘ইন্ডিয়া’জ গট ট‍্যালেন্ট’-এ করণ জোহর (karan johar) ও মালাইকা অরোরা (Malaika arora)-র উপস্থিতি সত্ত্বেও সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন কিরণ একাই। এছাড়াও লোকসভায় বিজেপির সাংসদ হিসাবে কিরণের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল।

Advertisement

Recent Posts