Nusrat-Yash: কাশ্মীরের পারদ হিমাঙ্কের নীচে, অন্যদিকে প্রেমের সাগর ডুব দিয়েছেন যশ-নুসরত

Advertisement

Advertisement

আগস্টেই ছেলে ঈশানের জন্ম দিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত। প্রতিটি মা সন্তান জন্মের পর মেটারনিটি ব্রেক নেন। তবে এক্ষেত্রে ঈশানের মাম্মা সেই ব্রেক নেননি বললেই চলে। সন্তান ডেলিভারির মাসখানেক আগেও বিভিন্ন বিজ্ঞাপনের শ্যুট করেছেন পাশাপাশি নানা ফোটোশ্যুটে হাজির হয়েছিলেন। আর ছেলের জন্মের ১৩ দিনের মাথায় পৌঁছে যান কলকাতার এক নতুন স্যালোঁর উদ্বোধনে। এমনকি যশের হাত ধরে বিশ্বকর্মা পুজোতেও যোগ দিয়েছেন। এমনকি নতুন ছবির শ্যুটিং ও শুরু করে দিয়েছেন।

Advertisement

কিছু দিন আগে জানা গিয়েছিল যশের পরবর্তী ছবি ‘চিনে বাদাম’র প্রযোজক তথা নায়িকা এনা সাহা এখন কাশ্মীরেই। একটি গানের শ্যুট করার জন্য লোকেশন বাছতে এনা সেখানে গিয়েছিলেন দিন তিনেক আগেই। এবার সেই গানের শ্যুটের জন্য শনিবার কাশ্মীর রওনা হলেন যশ। আর যশের সফর সঙ্গী হলেন নুসরত। গতকালই চলে গিয়েছেন কাশ্মীর। ইতিমধ্যে সেখানে পারদ নেমেছে হিমাঙ্কের নীচে। সাদা বরফের চাদরে ঢেকেছে কাশ্মীর উপত্যকা। জানা গিয়েছে, শীত পড়ার মুখেই গতকালই প্রথম তুষারপাত হয়। এই মরসুমে সেখানে হাজির হয়েছেন টলিপাড়ার লাভ বার্ডস যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।

Advertisement

শনিবারই নিজেদের কাশ্মীর যাত্রার নানান ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন এই প্রেমিক যুগল। এই মুহূর্তে গন্দেরবালে রয়েছেন যশ-নুসরত। সেকথা জানিয়েছেন অবশ্যই যশ। গন্দেরবালের তাপমাত্রা শনিবার নেমেছিল মাইনাস ১ ডিগ্রী সেলসিয়াস আর সেই ঝলক ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়ে যশ লিখেছেন ‘ওপ্স’। হাড় কাঁপানো এই ঠাণ্ডার মাঝেও দুজনে প্রেমে সাগরে ডুব দিয়েছে যশরত। যতই কাজ থাকুক কাজের মাঝে রোম্যান্সে মত্ত হয়েছেন যশরত। যশকে নিজের থেকে আলাদা করতে চাননা তাই নুসরত ও যশের হাত ধরে দু-মাসের ছেলেকে নিয়ে কাশ্মীর চলে এসেছেন।

Advertisement

রবিবাসরীয় দুপুরে সোনমার্গ থেকে ছবি পোস্ট করলেন যশ -নুসরত। তবে এবারে একফ্রেমে ধরা দেননি দুজনে তবে দুজনের ছবির লোকেশন এক, পাশাপাশি দুজনের পোস্টের ক্যাপশনও এক। দুজনেই লিখলেন ‘শীত আসছে’। এইদিন দুজনেই রিক্সার সামনে পোক দিলেন। কালো রঙা হুডি আর প্যান্ট আর রোদচশমা চোখে দাঁড়িয়ে রয়েছেন নুসরত।

অন্যদিকে একই রিক্সায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঈশানের পাপা । যশের পরনে ছিল ব্লু ডেনিম আর নীল রঙা সোয়েট শার্ট আর সানগ্লাস। এই হতে পারে শীতের দেশে একসাথে রোদ পোহাচ্ছেন এই জুটি। তবে অনেকের প্রশ্ন এই হাঁড় হিম ঠান্ডাতে ঈশান কেমন আছে? সেই উত্তর পাওয়া যায়নি। তবে দুজনের ছবি বেশ ভালোই ভাইরাল।