কৃষ্ণাঙ্গ খুনে সরব করিনা, ‘সাধু খুন নিয়ে চুপ ছিলেন কেন?’ পালটা প্রশ্ন কঙ্গনার

Advertisement

Advertisement

কৌশিক পোল্ল্যে: করোনা আবহের মাঝেই উত্তপ্ত আমেরিকা। নির্বিচারে কৃঙ্গাঙ্গ খুনের নির্মম ঘটনা ইতিহাসের পাতা থেকে আবারো বাস্তবের মাটিতে নেমে আসল। জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে উত্তাল গোটা মার্কিন মুলুক, করোনা ভয়কে তুচ্ছ করে প্রতিবাদে সরব মার্কিনিরা। একবিংশ শতাব্দীতে এসেও এ কোন মধ্যযুগীয় বর্বরতা তুলে ধরছে আমেরিকার মতো দেশ, জিজ্ঞেস করছে বিশ্বের বাকি রাষ্ট্রগুলি। এই ইস্যুতেই নিজস্ব মতামত দিচ্ছেন বি- টাউনের বিভিন্ন তারকারা, সেই নিয়েই দুই অভিনেত্রীর মধ্যে খানিক চুলোচুলিও হয়ে গেল বইকি।

Advertisement

কৃষ্ণাঙ্গ খুনের ঘটনায় সরব হয়ে করিনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, কৃষ্ণাঙ্গ মানুষ, দলিত, মুসলিম, মহিলা প্রত্যেকের জীবনের মূল্য আছে। প্রত্যেকটি মানুষেরই নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে বলে মতপ্রকাশ করেন করিনা কাপুর খান। করিনার এই স্টেটাস যখন নেটাগরিকদের মন কাড়তে শুরু করেছে তখনই অন্য সুরে খোঁচা দিলেন বলিউডের বিতর্কের রানী কঙ্গনা রানাওয়াত।

Advertisement

কঙ্গনা বলেন, মহারাষ্ট্রে যখন কিছুদিন আগেই সাধুদের খুন করা হল, তখন চুপ ছিলেন বলিউডের এই সেলেবরা। মহারাষ্ট্রের পালঘরে সাধু খুনের ঘটনায় কাউকে টু শব্দটিও করতে দেখা যায়নি। মহারাষ্ট্রের মতো জায়গায় যেখানে এত সেলিব্রিটির বসবাস তাদের বেশিরভাগই মৌন ছিলেন। তবে আজ গর্জে উঠছেন কেন? বর্নবৈষম্য নাকি জাতিবৈষম্য কীসের পক্ষপাতিত্ব করছে বলিউড? সম্পূর্ণ ঘটনাটিকে স্বাধীনতার পূর্ববর্তী ঔপনিবেশিক দাসত্ব বলে কটাক্ষ করলেন কুইন কঙ্গনা।

Advertisement

Recent Posts