Categories: দেশনিউজ

করোনা পরিস্থিতিতে যেখানে অর্ধেক দেশ অভুক্ত, সেখানে ১০০০ কোটির সংসদ ভবন তৈরি মানে কি? মোদি সরকারকে প্রশ্ন কমল হাসানের

Advertisement

Advertisement

চেন্নাই: মার্চ মাস থেকে যেভাবে গোটা দেশ করোনার কবলে নাজেহাল হয়ে রয়েছে, তাতে এখনও করোনা ওষুধ বা বলা ভাল ভ্যাকসিনের সন্ধান পাওয়া যায়নি। যদিও বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এ দেশেও একাধিক ভ্যাকসিনের ট্রায়াল প্রায় শেষ পর্যায়ে। এমনকি আগামী বছরের শুরুতে ভ্যাকসিন বাজারে চলে আসবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তবুও করোনাকালে লাখো লাখো মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ার পরেও সেভাবে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা চোখে পড়েনি। এমনকি যেখানে করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ লকডাউনের জেরে দেশের বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে, অর্ধেক দেশ কার্যত করোনা পরিস্থিতিতে অভুক্ত, সেখানে ১০০০ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা কতটা যুক্তিযুক্ত? এমনটাই কেন্দ্রীয় সরকার বা বলা ভাল মোদি সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার তথা এমএনএম প্রধান কামল হাসান।

Advertisement

নতুন সংসদভবন নির্মাণকে কার্যত চিনের প্রাচীর নির্মাণের সঙ্গে তুলনা করেছেন দক্ষিণ সুপারস্টার। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘চিনের প্রাচীর তৈরির সময় তৎকালীন শাসক দল বলেছিল যে এটা নিরাপত্তার খাতিরে তৈরি করা হচ্ছে। অথচ বহু লোকের মৃত্যু হয়েছিল। এক্ষেত্রেও সংসদভবন তৈরি হচ্ছে কিসের পরিপ্রেক্ষিতে তা বুঝতে পারছি না। কার নিরাপত্তার স্বার্থে ১০০০ কোটি টাকা খরচ করে নতুন সংসদভবন নির্মান তৈরির কথা ঘোষণা করা হয়েছে, যেখানে অর্ধেকের ওপর দেশ করোনা পরিস্থিতির জেরে অনাহারে বাঁচছে। আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী।’ এভাবে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপি সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এমএনএম প্রধান।

Advertisement

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর নতুন সংসদভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই ভূমিপুজো করে ফেলেছেন। ২০২২-এর আগে এই নতুন সংসদভবন নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। সংসদভবন হবে ত্রিভুজাকৃতি। অত্যাধুনিক পর্যায়ে তৈরি করা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এবার এই সংসদভবন নির্মাণ নিয়েই কেন্দ্রীয় সরকারের দিকে তীর্যকভাবে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কমল হাসান।

Advertisement

Recent Posts