Joy Banerjee: তন্ময় ঘোষের পর এবারে বেসুরো জয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমোর প্রশংসা বিজেপি নেতার

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে কি বলেছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়?

Advertisement

Advertisement

২১ বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই ভাঙ্গন ধরতে শুরু করেছে রাজ্য বিজেপিতে। ইতিমধ্যেই বিজেপির বহু নেতা তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করেছেন। সোমবার ব্রাত্য বসুর হাত ধরে ঘাসফুল শিবিরের ফিরে এলেন বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। ঠিক তার পরেই এবারে ভিডিও বার্তায় দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সবথেকে তাৎপর্যপূর্ণভাবে, ভিডিওবার্তায় বন্দ্যোপাধ্যায়ের সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন, যা দেখে ইতিমধ্যেই চক্ষুচড়কগাছ রাজনৈতিক মহলের। তৃণমূল সুপ্রিমো প্রশংসা করে জয় বন্দ্যোপাধ্যায় তাঁর বিভিন্ন রকমের প্রকল্পের এবং তার নেতৃত্বে গুন গাইলেন।

Advertisement

ঠিক কি বলেছেন জয় বন্দ্যোপাধ্যায়? তন্ময় ঘোষ প্রসঙ্গে কথা বলতে গেলে জয় বন্দ্যোপাধ্যায় বললেন, ‘এর প্রমাণিত হলো বিজেপির হোমওয়ার্কের কোন ধারণা নেই। তন্ময় ঘোষ তৃণমূলের ছিলেন। ভোটের আগে কেন তাকে বিজেপিতে নেওয়া হলো? তাকে কেন প্রার্থী করে দেওয়া হল? তিনি জিতে গেলেন। কিন্তু, ফল প্রকাশের মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই ডিগবাজি খেলেন।’ পাশাপাশি নাম না করে বিষ্ণুপুরের দোর্দণ্ড প্রতাপ বিজেপি নেতা সৌমিত্র খাঁ কে আক্রমণ করে জয় বন্দ্যোপাধ্যায় বললেন, ‘বিষ্ণুপুরে আমাদের একজন নেতা আছেন, তিনি সব দলেই ছিলেন। উনার অগাধ জ্ঞান। উনি কোন ধারনাই করতে পারেননি যে এমনটা হবে।’

Advertisement

পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন জয় বন্দ্যোপাধ্যায়। জয় ব্যানার্জি বললেন, ‘ ভোটের আগে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া সমস্ত অযোগ্য তৃণমূল নেতারা যখন বিজেপিতে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন শক্ত হাতে সামলেছেন পরিস্থিতি। কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে আমাদের দলে কোন মমতা বন্দ্যোপাধ্যায় নেই।’ পাশাপাশি আজকের ভিডিও বার্তায় জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজ্য নেতাদের ব্যাপারে ক্ষোভ উগরে দিলেন। তিনি বললেন, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের আবেদন, রাজ্যে ভালো নেতা পাঠান। এখানকার নেতারা তোষামোদ ছাড়া কিছু বোঝেন না। অযোগ্য লোককে দায়িত্ব নিচ্ছেন। এভাবে চলতে পারে না। অবিলম্বে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে।’