ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পেমেন্ট ছাড়াই 50 দিন চলবে সুপারফাস্ট ইন্টারনেট, ব্যবহারকারীরা এই প্ল্যান দেখে খুশি

আপনি যদি পেমেন্ট ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য রয়েছে বড় সুযোগ

Advertisement

Advertisement

টেলিকম সেক্টরে ভারতের সবথেকে বড় কোম্পানি হলো রিলায়েন্স জিও। এই কোম্পানিটির ব্যবহারকারীরা সবসময়ই এই কোম্পানির তরফ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করে থাকেন। যদি আপনিও এরকমই একটি সুখবর পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ প্ল্যান। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এমন প্ল্যান যেটা রিচার্জ করলে আপনারা খুব সহজে জিওর সমস্ত সুযোগ-সুবিধা একসাথে গ্রহণ করতে পারবেন। যারা আইপিএল দেখতে পছন্দ করেন মূলত তাদের জন্য নিয়ে আসা হয়েছে এই প্ল্যান। আইপিএল ২০২৪ মরশুমে আকাশ আম্বানির জিও ৫০ দিনের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা চালিয়ে থাকে। আপনি এই সুবিধা সহজেই উপভোগ করতে পারেন।

Advertisement

আপনি যদি জিওর JioFiber ও Jio AirFiber পরিষেবা গ্রহণ করেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন সুযোগ। আপনি সহজেই এই জিও ফাইবার এবং এয়ার ফাইবার কে জিও ট্রু ৫ জী মোবাইল কানেকশন এর সাথে সংযুক্ত করতে পারেন। তারপর এটা কি আপনি বিল প্ল্যান এ রূপান্তর করতে পারেন। আপনি প্রিপেইড পোস্টপেইড বা ১২ মাসের অগ্রিম পেমেন্ট করলেও এই অফার ব্যবহার করতে পারবেন। সহজেই কানেক্ট করে আপনি ৫০ দিনের জন্য বিনামূল্যে একটি ভাউচার পেতে পারেন। সেই ভাউচার ব্যবহার করে আপনি বাড়িতে সহজেই বিনামূল্যে জিও ফাইবার ব্যবহার করে আইপিএল দেখতে পারেন। ব্রডব্যান্ড রিচার্জ করার পরে সাত দিনের মধ্যে এই ভাউচার ক্রেডিট করে দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি এই ভাউচার কিন্তু দুই বছরের জন্য বৈধ থাকবে।

Advertisement

৩০ এপ্রিল ২০২৪ এর মধ্যে আপনাকে এই কাজটা করে ফেলতে হবে। সামগ্রিকভাবে ৫০ দিন বিনামূল্যে আপনি এই ভাউচারের মাধ্যমে ডিসকাউন্ট পেতে পারেন। দ্রুত ইন্টারনেট প্রদানের জন্য কোম্পানিটি এখন নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। এখনো অব্দি প্রকাশিত রিপোর্ট গুলি থেকে জানা গেছে গৌতম আদানীও ফাইভজি স্পেক্ট্রাম এর নিলামে অংশগ্রহণ করতে চলেছেন। সেই কারণে এখন জিওর জন্য প্রতিযোগিতা চরমে।

Advertisement

Recent Posts