Categories: দেশনিউজ

শীঘ্রই প্রকাশ হবে JEE-ফলাফল, জেনে নিন রেজাল্ট দেখার নিয়ম

Advertisement

Advertisement

পরীক্ষা শেষে মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে জেইই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ চলতি মাসেই পরীক্ষা হয়েছিলো জেইইর তার মাত্র এক সপ্তাহ কাটতে না কাটতেই জানানো হয় পরীক্ষার ফলাফল তাড়াতাড়িই ঘোষণা করা হবে।

Advertisement

মোট ৬৬০ টি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছিলেন ৩৭,৯৭৩ জন। পরীক্ষার ফলাফল জানতে অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in., ntaresults.nic.in এ গিয়ে ক্লিক করতে হবে। করোনার জন্য অনেক মাস ধরেই পিছানো হয়েছিলো এই পরীক্ষা। অবশেষে তা পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়া হয়।

Advertisement

বহু লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে সেপ্টেম্বরেই পরীক্ষার সিদ্ধান্ত চুড়ান্ত হয়৷ জানানো হয়েছে জেইই এর রেজাল্ট বেরানোর পর প্রয়োজনীয় কাট অফ নম্বর পেয়ে যারা পাশ করবেন তাঁরা আইআইটি, এনআইটি এবং জিএফটিআইতে ভর্তির জন্য জেওএসএসও কাউন্সেলিংএ বসার জন্য আবেদন করতে পারবেন।

Advertisement