Categories: দেশনিউজ

সরকারি চাকরিতে ইন্টারভিউ বাতিল করেছে ২৩ রাজ্য ও ৮ কেন্দ্র শাসিত অঞ্চল

Advertisement

Advertisement

কেন্দ্রীয় সরকারের পথ অনুসরণ করে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ তুলে দিয়েছে ২৩ রাজ্য ও ৮ কেন্দ্র শাসিত অঞ্চল। আজ কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “কেন্দ্রের গ্রুপ বি ও গ্রুপ সি পদে ২০১৬ সালেই ইন্টারভিউ তুলে দিয়েছিল কেন্দ্র”।

Advertisement

দেশে চাকরির ক্ষেত্রে নানারকমের নিয়ম আসছে তার মধ্যেই এটি একটি নয়া নিয়ম বলেই মনে করা হচ্ছে। মহারাষ্ট্র ও গুজরাট সর্বপ্রথম এই নিয়ম চালু করেছিলো। জানা গিয়েছিলো দেশের ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে এখন ইন্টারভিউয়ের ব্যবস্থা নেই, তাই মনে করা হচ্ছে এই অসুবধা এড়িয়ে চলার জন্যই এই বার কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

Advertisement

২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম শুরু হওয়ার পরে ২৮ রাজ্যের মধ্যে ২৩ রাজ্যেও সরকারি চাকরিতে ইন্টারভিউ উঠে গিয়েছে। ইন্টারভিউ এর বিকল্প হিসেবে লিখিত পরীক্ষার মাধ্যমেই নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।

Recent Posts