Categories: দেশনিউজ

Indian Railway: পশ্চিম রেলওয়ের ৯৮ ট্রেন বাতিল, যাত্রার আগে অবশ্যই দেখে নিন বাতিলের তালিকা

২০ জানুয়ারি থেকে আগামী ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনেক ট্রেন বাতিল থাকবে

Advertisement

Advertisement

ভারতের বুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সস্তায় যাওয়ার জন্য ভারতীয় রেলের পরিষেবা ব্যবহার করা হয়। তবে অনেকসময় রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই রেলের পরিষেবা ব্যাহত হয়। পশ্চিম রেলওয়ে আগামী কয়েকদিনের জন্য ৯৮টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও, আরও অনেক ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হবে। এই সিদ্ধান্তের ফলে উত্তর প্রদেশ, দিল্লি, মধ্য প্রদেশ এবং রাজস্থানগামী যাত্রীদের ভ্রমণ ব্যাহত হবে।

Advertisement

পশ্চিম রেলওয়ের ৯৮ ট্রেন বাতিল এবং আরও অনেক ট্রেনের সময়সূচী পরিবর্তনের সিদ্ধান্তের ফলে উত্তর প্রদেশ, দিল্লি, মধ্য প্রদেশ এবং রাজস্থানগামী যাত্রীদের ভ্রমণ ব্যাহত হবে। তাই যাত্রীদের ট্রেন ভ্রমণের আগে অবশ্যই আপ-টু-ডেট তথ্য জানতে হবে। পশ্চিম রেলওয়ের মুখপাত্র জানান, আগার মন্ডলের মথুরা জংশন স্টেশনে নন-ইন্টারলকিং কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজটি আগামী ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Advertisement

বাতিল ট্রেনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেন হল সিএসএমটি-অমৃতসর এক্সপ্রেস, পুনে জম্মু তভি এক্সপ্রেস, ছত্রপতি শাহু মহারাজ টার্মিনাস কোলহাপুর-হযরত নিজামুদ্দিন, মাদগাঁও-চণ্ডীগড় এক্সপ্রেস, হাওড়া-এলটিটি এক্সপ্রেস, হযরত নিজামুদ্দিন-পুনে এক্সপ্রেস, নাগপুর অমৃতসর এক্সপ্রেস ইত্যাদি। আর বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

Advertisement

Recent Posts