ফের বিপত্তি বউবাজারে, মেট্রোর কাজের জন্য একাধিক বাড়িতে ফাটল

Advertisement

Advertisement

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে ফের সমস্যা শুরু হয়েছে। বিপদ যেন পিছু ছাড়ছেই না। এত সাবধানতা অবলম্বন করে ও সেই এক বিপত্তি হয়েছে। গত বছরের অগাস্ট মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ করার সময় বউবাজারের একের পর এক পুরানো বাড়ি ভেঙে পরেছিল। বাসিন্দাদের নিজেদের ভিটে বাড়ি ছেড়ে থাকতে হয়েছিল হোটেলে। সম্পূর্ণ ভাবে তারা নিঃস্ব হয়ে পড়েছিল। এবার যাতে সেই রকম কিছু না হয় তাই মেট্রো কর্তৃপক্ষ কাজ শুরু করার আগে বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

এলাকার বাসিন্দাদের কলকাতার একাধিক হোটেলে থাকার ব্যবস্থা ও করা হয়েছে। কিন্তু এত সাবধানতা নিয়েও বউবাজারের একাধিক বাড়ীতে ফাটল দেখা গিয়েছে। ভেঙে পড়েছে একাধিক বাড়ির চাঙর।  এই ফাটল দেখতে পেয়েই KMRCL করতিপক্ষকে বাসিন্দারা জানিয়েছেন। তারা ঘটনাস্থলে এসে সব বাড়ীগুলির ফাটল খটিয়ে দেখছেন। তারা জানিয়েছেন যে এই ফাটলগুলি বিপদজ্জনক নয়।

Advertisement

আরও পড়ুন : মে মাস থেকেই ছুটবে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো, জানালেন মেট্রো কর্তৃপক্ষ

Advertisement

তবু ও প্রতি ৬ ঘণ্টা অন্তর ফাটলগুলি পরিদর্শন করা হবে। তাই এলাকাতে কতগুলি যন্ত্রাংশ বসানো হয়েছে। তাদের মতে বড় দুর্ঘটনার সম্ভাবনা নেই। তবুও বাসিন্দাদের আতঙ্ক কমছে না। তাদের কাছে পুরানো ঘটনার ভয়াবহতা বার বার মনে পড়ে যাচ্ছে।

Tags: Kolkata