Categories: দেশনিউজ

করোনার ভ্যাকসিন পেতে হলে কীভাবে নিজের নাম রেজিস্টার করবেন Co-Win অ্যাপে, জেনে নিন

Advertisement

Advertisement

নয়াদিল্লি: ইতিমধ্যেই করোনার (Coronavirus) সঙ্গে মোকাবিলা করার জন্য ভারতের তরফ থেকে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে অনুমোদন দেওয়া হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের শুরুতে প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণ করা হবে। তবে তার আগে Co-Win অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। কো-উইন (Co-WIN) অ্যাপের পুরো নাম কোভিড ভ্যাকসিন  ইন্টালিজেন্স নেটওয়ার্ক।

Advertisement

এবার এক নজরে টিকাকরণের জন্য কীভাবে এই অ্যাপে আপনার নাম নথিভুক্ত করবেন তা জেনে নিন

Advertisement

● গুগল প্লে স্টোরে ও অ্যাপ স্টোর গিয়ে ডাউনলোড করতে হবে  কো-উইন (Co-WIN)।

Advertisement

● এই অ্যাপে এখনও কাজ করছে স্বাস্থ্য ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্তরা। ড্রাই রানের সময় প্রায় ৭৫ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছিল। সাধারণ মানুষের জন্য এই অ্যাপ এখনও চালু হয়নি। তাই সেলফ রেজিস্ট্রেশন করার জন্য এখনই সবুজ সংকেত পাওয়া যাবে না।

জানা গিয়েছে, অ্যাপে থাকবে ৪টি মডেল। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। তবে সেক্ষেত্রে কী কী প্রয়োজনীয় তথ্য দিতে হবে, তা এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যেদিন সর্বসাধারণের জন্য এই ভ্যাকসিন প্রদান চালু হবে, সেদিন থেকে এই অ্যাপ দেশের নাগরিকরা ব্যবহার করতে পারবে বলে জানানো হয়েছে।

Recent Posts