মাত্র ১০ মিনিটে কীভাবে পাবেন আপনার প্যান কার্ড

Advertisement

Advertisement

যদিও আগে প্যানকার্ড বের করা খুবই ঝামেলার ব্যাপার ছিল তবে বর্তমানে আয়কর দপ্তর এমন এক সুবিধা নিয়ে এসেছে যার মাধ্যমে এটি বের করতে ১০ মিনিটের মতো সময় লাগবে। এই নতুন সুবিধাটিতে যদি করদাতার আধার কার্ড থাকে তবে এটি বিনামূল্যে পাওয়া যাবে। এর জন্যে আপনাকে একটি পদ্ধতির অবলম্বন করতে হবে। আসুন সেটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই –

Advertisement

১. প্রথমে আয়কর বিভাগের ই- ফিলিং পোর্টাল খুলতে হবে।

Advertisement

২. এরপর আধার কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট প্যান সেকশনে যেতে হবে। তারপর ক্যুইক লিংকে ক্লিক করতে হবে।

Advertisement

৩. নিউ প্যান অপশনে ক্লিক করতে হবে।

৪. আধার নম্বরটি দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে একটি ওটিপি পাওয়া যাবে এরপর সেটিকে যাচাই করতে হবে।

৫. এবার আপনার আধার কার্ডের বিস্তারিত তথ্য যাচাই করতে হবে।

৬. প্যানকার্ডের জন্য আবেদন করতে ইমেল আইডিটি যাচাই করতে হবে।

৭. এরপর UIDAI থেকে e-KYC যাচাই করার পর তৎক্ষনাৎ আপনার প্যান কার্ডটি পেয়ে যাবেন।

Tags: PAN Card

Recent Posts