বিনা প্রমাণেই ঠিকানা পরিবর্তনের সুযোগ! নতুন mAadhaar অ্যাপে পাবেন সুবিধা

Aadhaar এর ঠিকানা পরিবর্তন করুন বিনা প্রমাণেই, জেনে নিন সুবিধাগুলি

Advertisement

Advertisement

বর্তমানে আঁধার কার্ডের থেকে জরুরি পরিচয়পত্র বুঝি আর কিছুই নেই। সিমকার্ড কিনুন কিংবা বিশাল বড় অট্টালিকা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন কিংবা পেটিএম অ্যাকাউন্ট আঁধার নম্বরের প্রয়োজনীয়তা সর্বত্র। তবে এই আঁধার কার্ডের যেকোনো সমস্যাতে জেরবার হতে হয় দেশবাসীকে। বারংবার স্থানীয় আঁধার কেন্দ্রে ছুটতে হয়। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এল UIDAI। UIDAI লঞ্চ করল এমন এক অ্যাপ যেখানে 35 টির‌ও বেশী জরুরী কাজ করতে সক্ষম হবে ব্যবহারকারীরা। অ্যাপটির পোশাকি নাম mAadhaar App। এই অ্যাপটির প্রসঙ্গে UIDAI তরফে ট্যুইট করে লেখা হয়েছে, “আধারের মাধ্যমে একগুচ্ছ বিশেষ পরিষেবার সুবিধা নিতে অ্যাপের নতুন ভার্সন অর্থাৎ mAadhaar App ডাউনলোড করুন। আগে থেকেই ইনস্টল করা এই অ্যাপের পুরনো ভার্সনটিও আনইনস্টল করে দিন।”

Advertisement

অ্যাপটির মাধ্যমে হরেক কিসিমের সুবিধা পাবেন গ্রাহকেরা।এর মধ্যে থাকা ‘View Or Show Aadhaar’ অপশনের সাহায্যে এই অ্যাপকেই আপনি আইডি প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, অতিরিক্ত কোনও ডকুমেন্টস ছাড়াই আধার কার্ডের ঠিকানা-সহ বিভিন্ন ভুলচুক ঠিক করে নিতে পারবেন। এমনকি অফলাইন মোডে Aadhaar SMS সার্ভিস উপলব্ধ হবে। সঙ্গে কোনও কাগজপত্র ছাড়াই E-KYC ডাউনলোড বা QR কোড শেয়ার করা যাবে। অর্থাৎ এই একটি অ্যাপ‌ই সর্বংস্বহা। একজনের ফোনে অ্যাপটি ইনস্টল থাকলে, পরিবারের অন্তত 5 জন সদস্যের আধার কার্ড ম্যানেজ করা যাবে।

Advertisement

mAadhaar App য়ে নতুন যে তিনটি ফিচার যোগ করা হয়েছে তা হল—

1)Aadhaar Services Dashboard – আধার কার্ড হোল্ডারদের জন্য আধার সংক্রান্ত সমস্ত পরিষেবা কোনও ঝক্কি ছাড়াই সমাধান হবে mAadhaar App-এর মাধ্যমে।
2) My Aadhaar Section – আপনার দ্বারা অ্যাড করা আধার প্রোফাইলের জন্য এই পার্সোনালাইজড স্পেস যোগ করা হয়েছে অ্যাপে।
3) Enrollment Centre Section – আপনার নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টার লোকেট করার জন্যই থাকছে এই সেকশন।

Advertisement