টেক বার্তা

২৫০ কিমি মাইলেজ সহ অবিশ্বাস্য ফির্চাস, Honda এর প্রথম বৈদ্যুতিক বাইক, জানুন গাড়ির দাম

আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, হোন্ডার প্রথম ইলেকট্রিক বাইক Livo-র অবিশ্বাস্য বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে।

Advertisement

Advertisement

বর্তমানে ভারতের বাজারে জ্বালানি তেলের দুর্মূল্যের কারণে পেট্রোল অথবা ডিজেল চালিত গাড়ির চাহিদা কমতে শুরু করেছে। তার পরিবর্তে ইলেকট্রিক গাড়ি, বাইক অথবা স্কুটারের চাহিদা দিনের পর দিন আকাশ ছোঁয়া হয়ে উঠছে। ভারতের বাজারে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যে একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। শুধু তাই নয়, একাধিক নতুন কোম্পানি দুর্দান্ত ফির্চাস সহ বর্তমানে ভারতের বাজারে দামদার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।

Advertisement

যদি ভারতের বাজারে বৃহৎ মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানির কথা বলি, সেক্ষেত্রে প্রথম তালিকায় অবশ্যই জায়গা করে নেবে Honda। স্পোর্টস বাইক থেকে শুরু করে লং মাইলেজ, সমস্ত প্রকার বাইক নির্মাণ করে এই সংস্থাটি। তাছাড়া, একাধিক মডেলের শক্তিশালী স্কুটার তো রয়েছে। তবে এবার পেট্রোল ইঞ্জিনের গাড়ি নির্মাণের পাশাপাশি ইলেকট্রিক বাইক নির্মাণের মনোযোগ দিয়েছে সংস্থাটি।

Advertisement

Honda ভারতীয় অটোমোবাইল বাজারে আপডেটেড সংস্করণে তার কম্পিউটার বাইক Livo লঞ্চ করতে। যার অবিশ্বাস্য ফিচার্স এবং দুর্দান্ত ডিজাইন ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অত্যাধুনিক এই ইলেকট্রিক বাইকের ছবি প্রকাশে আসতেই গাড়িটি নিয়ে উত্তেজনা দেখা গেছে তরুণ প্রজন্মের মধ্যে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, হোন্ডার প্রথম ইলেকট্রিক বাইক Livo-র অবিশ্বাস্য বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে।

Advertisement

প্রথমেই আমরা আপনাদের বলি, কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে গাড়িটি এক চার্জে ২৫০ কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারবে। হোন্ডা মোটর এই ইলেকট্রিক বাইকে ২৫০০ ওয়াটের মোটর পাওয়ার এবং ১১ kwh-র ব্যাটারি প্যাক ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া এই বাইকটি অ্যাথলেট ব্লু মেটালিক, ম্যাট ক্রিস্টাল মেটালিক এবং কালো বিকল্পে পাওয়া যাবে। যদি গাড়িটির দামের কথা বলি, সেক্ষেত্রে এর প্রারম্ভিক মূল্য ১.২ লাখ টাকার কাছাকাছি হতে পারে বলে মনে করা হচ্ছে।