ছটপুজোতেও শোভাযাত্রা বন্ধ করার নির্দেশ দিলো হাইকোর্ট

Advertisement

Advertisement

কলকাতা: দুর্গাপুজোতে মন্ডপ ছিল দর্শকশূন্য। রেডরোড কার্নিভাল কিংবা বিসর্জনকে ঘিরে যে কোনও শোভাযাত্রার ওপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। পরবর্তী সময়ে সেই একই নিষেধাজ্ঞা কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়। কিন্তু ছটপুজো নিয়ে রাজ্য সরকারের তেমন কোন মাথা ব্যথা নেই। তাই তা নিয়েও হাইকোর্ট একইভাবে রায় হল। আজ, মঙ্গলবার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে ছটপুজোর শোভাযাত্রা নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement

আগেই বাজি ফাটানো নিষিদ্ধ করেছিল গ্রিন ট্রাইবুনাল এবং গোটা দেশের আইনি ব্যবস্থা। আর এবার কালীপুজো ও জগদ্ধাত্রী পূজার পাশাপাশি ছটপুজোতেও কোনওরকম শোভাযাত্রা করা যাবে না বলে হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, পরিবার পিছু কতজন ছটপুজোর শোভাযাত্রায় বের হবে, তা রাজ্য সরকারের পক্ষে বলে দেও দেওয়া হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিনের শেষে জানায় ছটপুজোতেও কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোর মত কোনওরকম শোভাযাত্রা হবে না।

Advertisement

Recent Posts