এসএসসি মামলায় জিতে গেল রাজ্য, পরীক্ষার্থীদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

Advertisement

Advertisement

কলকাতা: জিতে গেলো রাজ্য, ২০১১ সালের এসএসসি মামলায় বুধবার কলকাটা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানান , ‘কম্বাইন্ড মেরিট চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। ৩৬ হাজার ১৪০ জনের তালিকা নিয়োগ তালিকা নয়।’ কম্বাইন্ড মেরিট লিস্টে ছিলেন ৬ হাজার জন। এই প্রক্রিয়ায় নিযুক্ত হয়েছেন প্রায় ৩০ হাজার শিক্ষক। ৬ হাজার পরীক্ষার্থীর নিয়োগ চেয়ে কয়েকশো মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু অবশেষে অবসান হলো সব মামলার। “ক্যাগের” রিপোর্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় কিছু অস্বচ্ছতা আছে, তবে তা মামলাকারীদের পক্ষের যুক্তি ধরে নেওয়া ঠিক নয়।  পর্যবেক্ষণে  জানান বিচারপতি রাজশেখর মান্থা।কমিশন যা যুক্তি দেখিয়েছে সেই অনুযায়ী ৩৬১৪০ জনের মেধা তালিকা আদতে নিয়োগ তালিকাই নয় ।

Advertisement

২৯ ডিসেম্বর ২০১১ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর ২৯ জুলাই ২০১২  নিয়োগ পরীক্ষা হয় । এরপর, ২৫ সেপ্টেম্বর ২০১৩ প্রকাশিত হয় প্রায় ৩৬১৪০ জনের জোন ভিত্তিক কম্বাইন্ড মেরিট লিস্ট।  ২০১৩ সালে ১২ তম রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট চ্যালেঞ্জ করে মামলা হয় ।   ৩০০০০ শিক্ষক এই পক্রিয়া দ্বারা  নিযুক্ত হয়েছেন। কিন্সেতু বাকি ছিলেন যারা তাদের নিয়েই মাম্লা দায়ের করা হয় । আর আজ  বিচারপতি রাজশেখর মান্থা রায় ছুরান্ত নিস্পত্তি দেন ।

Advertisement

Recent Posts