নিম্নচাপের প্রভাবে টানা তিন দিন ভারী বৃষ্টি, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে এই সব জেলা

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে এই মাসে

Advertisement

Advertisement

সেপ্টেম্বর মাস কেটে গিয়ে অক্টোবর মাস শুরু হতে চলেছে। অক্টোবর মাস মানেই পুজোর মাস উৎসবের মাস। এই মাসে হয় বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আবার এই মাসেই পালিত হবে কোজাগরী লক্ষ্মী পুজো। অন্যদিকে সারাদেশে পালিত হবে নবরাত্রি উৎসব। তাই অক্টোবরকে অনেকেই পূজোর মাস বলে উল্লেখ করে থাকেন। কিন্তু এই আনন্দমুখর মাসেই এ বছর ভিলেন হিসেবে উপস্থিত হতে পারে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হতে চলেছে রাজ্যে। একজোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। গতকাল বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। রাজ্যের আবহাওয়া রীতিমতো বদলে গিয়েছে বলা যেতে পারে।

Advertisement

পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্যেই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত্য নিম্নচাপের রূপ গ্রহণ করেছে। ক্রমেই উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার আরব সাগরে তৈরি হয়েছে আরো একটি নিম্নচাপ। এই এতগুলি নিম্নচাপের প্রভাবে এই পুরো মাসটাতে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক, আজ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে।

Advertisement

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি ভাবে বৃষ্টিমুখর থাকতে চলেছে। গত দুদিন তেমন ভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না হলেও আজ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায়। এর পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ দিনভর গরম থেকে মুক্তি পাবেন দক্ষিণ বঙ্গবাসী।

Advertisement

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে কলকাতার মৌসম ভবন। অন্যদিকে কলকাতার আবহাওয়া আজ থাকবে মোটামুটি বৃষ্টি মুখর। তবে আজ দিনভর ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে। আজ কলকাতার তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৪% এবং ৮০ শতাংশের মধ্যে।

Recent Posts