করোনার জেরে বড়সড় সিদ্ধান্ত এই রাজ্যের, অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০ টাকা

Advertisement

Advertisement

বেঙ্গালুরু:  করোনার জেরে জর্জরিত গোটা দেশ। লকডাউনে বন্ধ দোকানপাট, স্কুল-কলেজ এছাড়া বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি সংস্থা। যদিও প্রথম দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র, তবে দ্বিতীয় দফার প্যাকেজ ঘোষণা করা এখনও বাকি রয়েছে। জানা গেছে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্যে কিছুদিন আগে আইএএস অফিসার তরুণ বাজাজ ও এ কে শর্মাকে দুটি গুরুত্বপূর্ণ আর্থিক পদে নিয়োগও করা হয়েছে।

Advertisement

তবে কেন্দ্রের আগেই নিজের রাজ্যের আর্থিক উন্নতি ঘটাতে তৎপর কর্ণাটক সরকার। জানা গেছে কৃষক এবং অন্যান্য জীবিকাভুক্ত মানুষদের জন্য বড়সড় ত্রাণ ঘোষণা করতে চলেছে এই রাজ্য। লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ক্ষুদ্র থেকে মাঝারি শিল্প এছাড়া যারা নিজেদের উৎপাদিত পণ্য বাজারজাত করেন তারাও বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই তাদের সাহায্য করতে এগিয়ে এলেন কর্ণাটক সরকার। এই প্রকল্পের আওতায় সবার অ্যাকাউন্টে ঢুকবে এককালীন ৫ হাজার টাকা।

Advertisement

এছাড়া ধোপা, নাপিত সম্প্রদায়ভুক্ত মানুষ এবং গণপরিবণ পরিষেবার সাথে সবাইকে সরাসরি টাকা দেওয়ার কথা ভাবছে ওই রাজ্যের সরকার।শুধু টাকা দেওয়াই নয় সাধারণ মানুষের বৈদ্যুতিন বিল এবং গৃহীত ঋণের ক্ষেত্রেও মিলবে বেশ কিছু সুবিধা।

Advertisement

Recent Posts