আইপিএস জ্ঞানবন্ত মামলা নিয়ে রাজ্যকে ফের টুইট খোঁচা রাজ্যপালের, টুইটে জবাব স্বরাষ্ট্র দপ্তরের

Advertisement

Advertisement

ফের রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত স্পষ্ট হল। রাজ্যপালের টুইটের পাল্টা টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর টুইট যুদ্ধে অবতীর্ণ হলেন। আজ অর্থাৎ বুধবার সকালে কালিম্পং এর সাংবাদিক বৈঠকের আগে রাজ্যপাল জগদীপ ধনকর ফের রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে টুইটে সরব হলেন। তিনি বর্তমানে এডিজি জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে পুরনো মামলার প্রসঙ্গ টেনে এনে প্রবল আক্রমণ হেনেছেন। রাজ্যপালের অভিযোগ জ্ঞানবন্ত সিং এর পুরনো মামলা নিয়ে তিনি প্রশাসনকে আগে জবাব চাইলেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

Advertisement

রাজ্যপাল টুইটে সরাসরি রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কান্ডজ্ঞানহীনতার অভিযোগ জানিয়েছেন। এছাড়াও তিনি প্রশ্নবাণ ছুড়ে বলেছেন জ্ঞানবন্ত সিং মামলার তদন্তে সুরজিৎ কর পুরকায়স্থ ও রিনা মিত্রের আসলে ভূমিকাটা কি। আসলে জ্ঞানবন্ত সিং এর মামলা সেই ২০০৭ সালের। তিনি রিজওয়ানুর রহমানের অপমৃত্যুর মামলা নাম জড়িয়ে ছিলেন। তখন তার বিরুদ্ধে চার্জশিট না হলেও বিভাগীয় তদন্তের সুপারিশ হয়েছিল। তারপর সেই মামলার কি হলো তাই জানতে চেয়ে টুইট করেছেন রাজ্যপাল।

Advertisement

Advertisement

সেই সাথে রাজ্যপাল তার পর পর তিনটি টুইটে রাজ্যের পুলিশ প্রশাসনের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, “শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন সাংবিধানিক নিয়ম ভাঙছে পুলিশ প্রশাসন। তারা নিয়ম নিয়ে খেলা করছে এবং ভাবছে তারা আইনের ঊর্ধ্বে।” কিন্তু তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যের কেউ আইনের ঊর্ধ্বে নয়। পুলিশদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও আইন লংঘন করলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও তিনি কড়া ব্যবস্থা নেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে, এব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যপালের নাম না উল্লেখ করে টুইটের মাধ্যমে কড়া জবাব দিয়েছে। স্বরাষ্ট্র দপ্তর তাদের টুইটে স্পষ্ট জানিয়ে দিয়েছে, “বর্তমানে আইপিএস জ্ঞানবন্ত সিং এর বিরুদ্ধে কোন তদন্ত চলছে না।” এছাড়াও তারা টুইটের মাধ্যমে জানিয়েছে সম্প্রতি বারংবার রাজ্য পুলিশ প্রশাসন ও সরকারি আধিকারিকদের ভূমিকা এবং দায়িত্বের ওপর আঙুল তোলা হচ্ছে। যা একদমই ঠিক নয়। টুইটে স্বরাষ্ট্র দপ্তর জানিয়ে দিয়েছে, প্রশাসন চালানোর ক্ষেত্রে স্বচ্ছতা ও সততার প্রতি বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার।